ফুটবলের জন্য তৈরি হয়েছিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম। এখন পুরোদস্তুর ক্রিকেট স্টেডিয়াম। ২০০৬ সালে এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট শুরু। এখন বিশ্বের অন্যতম সেরা ভেন্যু। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দিয়ে ২০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের রেকর্ড বুকে নাম লিখেছে মিরপুর। এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ড (২৮৯), মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (২৮৪), শারজাহ ক্রিকেট স্টেডিয়াম (২৮২), হারারের স্পোর্টস ক্লাব (২৪৩) ও লর্ডস ক্রিকেট গ্রাউন্ড (২২১) ক্লাবের সদস্য। ২০০ ম্যাচ আয়োজনের ক্লাবে মিরপুর ষষ্ঠ সদস্য। মিরপুরে খেলা হয়েছে ২৪ টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৫৯ টি-২০ ম্যাচ।