মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

এবার সাবিনারা ফ্র্যাঞ্চাইজি লিগে

ক্রীড়া প্রতিবেদক

এবার সাবিনারা ফ্র্যাঞ্চাইজি লিগে

সাবিনা খাতুনের নেতৃত্বে এলেন বাংলাদেশের নারী ফুটবলের অনেকে। আঁখি খাতুন, মনিকা চাকমা আরও অনেকে। সবার মুখেই হাসি। প্রাণ খোলা সে হাসি। এর কারণও ছিল। গতকাল বাফুফে ও কে স্পোর্টস এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী ফ্র্যাঞ্চাইজি লিগের (‘বাংলাদেশ ওমেন্স সুপার লিগ’) লোগো উন্মোচন করল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও কে স্পোর্টসের সিইও ফাহাদ করিম নারী ফুটবলে এক নতুন দিগন্ত উন্মোচনের ঘোষণা দিলেন। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মে মাসেই এই আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। এই লিগে পাঁচ কিংবা ছয়টি দল থাকবে। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ভেন্যুর তালিকায় সিলেটের পাশাপাশি আছে থাকতে পারে বসুন্ধরা কিংস অ্যারিনার নাম।

এ, বি, সি এই তিন ক্যাটাগরিতে যথাক্রমে তিন, তিন ও চার জন করে খেলোয়াড় থাকবেন। প্রতি দলে পাঁচ জন করে বিদেশি খেলোয়াড় থাকবে। ১৩ জন থাকবে দেশি খেলোয়াড়। সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে বেশ রোমাঞ্চিত। তিনি বলেন, ‘আমরা সবাই অধীর আগ্রহে রয়েছি এই লিগ নিয়ে। শুধু আমাদের ফুটবলাররাই নন, ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার অনেকেই জেনেছে। তারাও আমাদের সঙ্গে  যোগাযোগ করছে।’ বাফুফে সভাপতি সালাউদ্দিনও আনন্দিত। তিনি আশা করেন, নারী ফুটবলাররা উপযুক্ত পারিশ্রমিক পাবেন এর মধ্যদিয়ে। অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন ও তানজিন তিশা এবং চিরকুট ব্যান্ডের দলনেতা শারমিন সুলতানা সুমি।

সর্বশেষ খবর