নরওয়ের মূল ভরসা আর্লিং হলান্ড। ইনজুরির কারণে ম্যাচে ছিলেন না। সেই সুবিধাটা নিয়েছে স্পেন। ইউরো ২০২৪ বাছাই পর্ব শুরু করেছে নরওয়েকে ৩-০ গোলে হারিয়ে। মালাগার মাঠে আলজান্দ্রো ব্যান্ডের ১৩ মিনিটে ডানি আলমো গোল করে স্পেনকে এগিয়ে রাখেন। স্পেনের হয়ে অভিষেক ম্যাচে বাকি ২ গোল করেছেন জোসেন্দু। এ জয়ে স্প্যানিশ নতুন কোচ লুইস ডিলা ফুয়েন্ডের অভিষেক হয়েছে। ৮৩ ও ৮৫ মিনিটে পরপর ২ গোল করেন জোসেন্দু। ১৯৯৮ সালের পর ফার্নান্দো মোরিয়েনটেসের পর অভিষেকে স্পেন জাতীয় দলের কেউ জোড়া গোল পেল।