রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

মোহামেডানকে হারাল দুরন্ত শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডানকে হারাল দুরন্ত শেখ রাসেল

দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছে জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র। আগের ম্যাচে রহমতগঞ্জকে হারিয়ে ফেডারেশন কাপে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। গতকাল আবার ঢাকা মোহামেডানকে হারিয়ে পেশাদার ফুটবল লিগে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে শেখ রাসেল ২-১ গোলে জিতে পুরো পয়েন্ট সংগ্রহ করে।

প্রথম লেগে ডিফেন্ডারদের ভুলে বেশ কটি ম্যাচে পয়েন্ট হারায় তারা। দ্বিতীয় লেগে জুলফিকার মাহমুদ মিন্টুর প্রশিক্ষণে জ্বলে উঠছে শেখ রাসেল। ছন্দে ফিরে শেখ রাসেল হয়ে উঠেছে ভয়ংকর। বসুন্ধরা কিংস ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা ধরে রাখা প্রায় নিশ্চিত করে ফেলেছে। তবে রানার্সআপ কে হবে বলা মুশকিল। ঢাকা আবাহনী ৩০ পয়েন্ট সংগ্রহ করলেও মোহামেডানকে হারানোর পর শেখ রাসেলও রানার্সআপ রেসে রয়েছে।

প্রথম লেগে নিজেদের হোম ভেন্যু কিংস অ্যারিনায় ২-০ গোলে মোহামেডানকে হারায় শেখ রাসেল। অ্যাওয়ে ম্যাচেও শুরু থেকে প্রাধান্য বিস্তার করতে থাকেন মিন্টুর শিষ্যরা। মোহামেডান ড্র করতে পারলেই গোলপার্থক্যে ৩-এ উঠে আসত। তা আর হতে দেয়নি শেখ রাসেল। ৬ মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠায় শেখ রাসেল। অ্যান্ডু মার্ভেজিও গোল করলেও রেফারি ফাউলের বাঁশি বাজান। তার পরও তাদের আক্রমণ অব্যাহত থাকে। এমফন উদোয়ো মোহামেডানের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দেন। তার পরও প্রথমার্ধের ম্যাচ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল পেয়ে যায় শেখ রাসেল। জামাল ভূঁইয়ার বদলি নামা নিশাত জামানের ক্যাটব্যাকে বক্সের ভিতর এনে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন কেনেথ ইকেচুকু।

গোলের পরই বৃষ্টি নামে। সেই সঙ্গে ঝো ড়ো হাওয়া। তবে ম্যাচ শেষ হয়েছে ঠিকই। ৬৭ মিনিটে সানডের গোলে মোহামেডান সমতায় ফেরে। এ ক্ষেত্রে রাসেলের ডিফেন্স লাইনের ভুল চোখে পড়ে। বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও তারা ব্যর্থ হয়। অবশ্য অল্প সময়ের মধ্যে শেখ রাসেলের শিবিরে স্বস্তি নেমে আসে। ৭৮ মিনিটে এমফন উদোয়োর দারুণ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল। এ জয়ে ১৩ ম্যাচে ৬ জয়, ৩ ড্র ও ৪ হারে ২১ পয়েন্ট পেল শেখ রাসেল। এক ম্যাচ বেশি খেলে মোহামেডানের সংগ্রহ ১৯।

সর্বশেষ খবর