শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

নতুন বিদেশির খোঁজে কিংস

ক্রীড়া প্রতিবেদক

নতুন বিদেশির খোঁজে কিংস

বাংলাদেশের প্রথম দল হিসেবে বসুন্ধরা কিংসই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। ৮ আগস্ট শুরু হবে এ আসরের প্লে-অফের খেলা। প্রায় দুই মাস বাকি থাকলেও কিংস ম্যানেজমেন্ট চাচ্ছে শক্তিশালী দল নিয়েই আসরে নামতে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বিদেশি ফুটবলারের রেজিস্ট্রেশন উন্মুক্ত। খেলতে পারবেন ছয়জন। বসুন্ধরা কিংসে আছেন পাঁচ বিদেশি। রবসন, ডরিয়েলটন, মিগেল, গফুরভ ও খান জাদেহ। লিগের পরই খান জাদেহ ইরানে ফিরে যাবেন। তখন দুজন বিদেশির ঘাটতি থাকবে লিগে টানা চ্যাম্পিয়ন হওয়া দলটির।

লিগ যেহেতু এখনো চলমান, বাফুফে তাই আগামী মৌসুমের দলবদল কবে হবে তা নির্ধারণ করতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগে বিদেশি ফুটবলারের রেজিস্ট্রেশন উন্মুক্ত থাকায় কিংস যেন টুর্নামেন্টের আগেই নতুন বিদেশির নাম নিবন্ধন করতে পারে সেজন্য নতুন মৌসুমের দলবদল এগিয়ে আনার অনুরোধ করে বাফুফেকে চিঠি দিয়েছে।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘বসুন্ধরা কিংস আগস্টের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ের প্লে-অফের দুটি ম্যাচ খেলবে। আমাদের পাঁচজন বিদেশি খেলোয়াড় আছেন। লিগের পরই ইরানের রেজা খান জাদেহ দেশে ফিরে যাবেন। লিগ শেষ ২২ জুলাই। এর পরপরই যদি দলবদলের সময়টা জানতে পারি এবং হাতে সময় থাকে আমরা ভালো মানের বিদেশি আনার বিষয়ে যোগাযোগ শুরু করতে পারব। হুট করে তো ভালো মানের বিদেশি পাওয়া যাবে না। যোগাযোগের বিষয়টিও দেখতে হবে। তারপর আবার পরীক্ষানিরীক্ষার ব্যাপার আছে। আমরা তো কম করে হলেও আটজন বিদেশি নিবন্ধন করতে চাই।’

 

সর্বশেষ খবর