গোলের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো ভালোভাবেই গোলে ফিরেছেন। সৌদি প্রো-লিগে একের পর এক গোল পেয়ে যাচ্ছেন তিনি। তারই জোড়া গোলে আল নাসর জিতেছে ৪-৩ ব্যবধানে রিয়াদ মাহরেজের বিপক্ষে। চতুর্থ মিনিটে পর্তুগিজ তারকা রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। ৫২ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। অ্যান্ডারসন তালিস্কাও নাসরের পক্ষে জোড়া গোল করেন। ৩০ মিনিটে মাহরেজের ফ্র্যাঙ্ক প্রথম ৫০ মিনিটে তিনিই করেন দল ও নিজের দ্বিতীয় গোল। ৮৩ মিনিটে আল ব্রাইকান ব্যবধান ৪-৩ করে ম্যাচ রোমাঞ্চকর করে তুলেছিলেন। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়। টানা পাঁচ ম্যাচ জিতলেও আল নাসরের অবস্থান পাঁচ নম্বরে।