বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন শ্রীলঙ্কা সফর করছে। সেখানে টাইগার নারী ক্রিকেট দল ওয়ানডে সিরিজ খেলছে। এরপর টি-২০ সিরিজ খেলবে। বৃষ্টিতে প্রথম ওয়ানডে ভেসে গেছে। দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টি বাধা হয়েছে। তারপরও খেলা হয়েছে। ৫০ ওভারের জায়গায় খেলা হয়েছে ২০ ওভার। কার্টেল ওভারের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। ম্যাচটি নারী ক্রিকেটাররা জিতেছে ৭ উইকেটে। ‘এ’ দলের নামে খেলছে মূলত জাতীয় দল। কিন্তু জাতীয় দলের সব ক্রিকেটাররাই রয়েছেন স্কোয়াডে। আগামী মাসে দুবাইয়ে নারী টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতেই জাতীয় দলের ক্রিকেটাররা ‘এ’ দলের ব্যানারে খেলছে দ্বীপরাষ্ট্রে। কলম্বোর থ্রুস্টানে টস জিতে ব্যাটিং করে স্বাগতিকরা। ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন সত্য সন্দীপনি। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন। ১১৪ রানের টার্গেট টপকে গেছে রাবেয়া বাহিনী ১২ বল হাতে রেখে। ৩ রানের প্রথম উইকেটের পতনের পর দ্বিতীয় উইকেট জুটিতে ৬০ বলে ৭৪ রান যোগ করেন মুর্শিদা খাতুন ও দিলারা আক্তার। দিলারা ৪৭ রানের ইনিংস খেলেন ৩৪ বলে এবং মুর্শিদা ৩০ রান করেন ৩৪ বলে। ওয়ানডে সিরিজ শেষে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দেশ। ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুটি টি-২০ ম্যাচের ভেন্যু কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়াম। ১৫ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ এবং ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর শেষ ম্যাচ কোল্টসে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা