হকিতে স্বপ্নের মিশন শেষ করল বাংলাদেশ। এশিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানে থেকে যুব বিশ্বকাপে জায়গা করে নিলেন তাঁরা; যা আগামী বছর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে। সম্মানজনক স্থানে থেকে প্রথমবারের মতো হকির যে কোনো আসরে বিশ্বকাপ খেলবে লাল-সবুজের দল। সেমিফাইনালে ওঠা চার দেশ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। বাকি তিন দেশ সুযোগ পেতে স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামে। মঙ্গলবার থাইল্যান্ডকে বিধ্বস্ত করে যুব বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশ। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণে গতকাল মুখোমুখি হয় চীনের সঙ্গে। গ্রুপ ‘বি’ ম্যাচে দুই দেশ ১-১ গোলে ড্র করলেও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৬-৩ গোলে পরাজিত করে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের টিকিট পাওয়াটা সহজ হলেও চীনের স্থান হওয়া ছিল বিস্ময়কর। মঙ্গলবার তারা ৪-৩ গোলে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারায়। নিঃসন্দেহে টুর্নামেন্টে এটি বড় ঘটনা। কেননা যুব বিশ্বকাপে একবার চ্যাম্পিয়ন ও দুবার রানার্সআপ হয়েছে কোরিয়া। আরও আশ্চর্যজনক ঘটনা, সেরা সাতে না থেকে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপেই খেলতে পারছে না। গতকাল টুর্নামেন্টে অন্যতম দুর্বল দল থাইল্যান্ডের বিপক্ষে সপ্তম স্থানে থাকা ম্যাচে কোরিয়া পেনাল্টি শটে হেরে যায়। এশিয়া থেকে যুব বিশ্বকাপে খেলবে ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, বাংলাদেশ, চীন ও থাইল্যান্ড। ওমানের সফল মিশন শেষে আজ দেশে ফিরছে যুব হকি দল। বিমানবন্দর থেকেই খেলোয়াড়রা বিমানবাহিনীর ফ্যানকন হলে যাবেন। সেখানে ফেডারেশনের সভাপতি বিশ্বকাপে সুযোগ পাওয়া যুবাদের সংবর্ধনা দেবেন। বাংলাদেশ হকি ফেডারেশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিরোনাম
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
পাঁচে থেকে বিশ্বকাপে যুবারা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর