হকিতে স্বপ্নের মিশন শেষ করল বাংলাদেশ। এশিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানে থেকে যুব বিশ্বকাপে জায়গা করে নিলেন তাঁরা; যা আগামী বছর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে। সম্মানজনক স্থানে থেকে প্রথমবারের মতো হকির যে কোনো আসরে বিশ্বকাপ খেলবে লাল-সবুজের দল। সেমিফাইনালে ওঠা চার দেশ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। বাকি তিন দেশ সুযোগ পেতে স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামে। মঙ্গলবার থাইল্যান্ডকে বিধ্বস্ত করে যুব বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশ। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণে গতকাল মুখোমুখি হয় চীনের সঙ্গে। গ্রুপ ‘বি’ ম্যাচে দুই দেশ ১-১ গোলে ড্র করলেও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৬-৩ গোলে পরাজিত করে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের টিকিট পাওয়াটা সহজ হলেও চীনের স্থান হওয়া ছিল বিস্ময়কর। মঙ্গলবার তারা ৪-৩ গোলে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারায়। নিঃসন্দেহে টুর্নামেন্টে এটি বড় ঘটনা। কেননা যুব বিশ্বকাপে একবার চ্যাম্পিয়ন ও দুবার রানার্সআপ হয়েছে কোরিয়া। আরও আশ্চর্যজনক ঘটনা, সেরা সাতে না থেকে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপেই খেলতে পারছে না। গতকাল টুর্নামেন্টে অন্যতম দুর্বল দল থাইল্যান্ডের বিপক্ষে সপ্তম স্থানে থাকা ম্যাচে কোরিয়া পেনাল্টি শটে হেরে যায়। এশিয়া থেকে যুব বিশ্বকাপে খেলবে ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, বাংলাদেশ, চীন ও থাইল্যান্ড। ওমানের সফল মিশন শেষে আজ দেশে ফিরছে যুব হকি দল। বিমানবন্দর থেকেই খেলোয়াড়রা বিমানবাহিনীর ফ্যানকন হলে যাবেন। সেখানে ফেডারেশনের সভাপতি বিশ্বকাপে সুযোগ পাওয়া যুবাদের সংবর্ধনা দেবেন। বাংলাদেশ হকি ফেডারেশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
পাঁচে থেকে বিশ্বকাপে যুবারা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর