আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পর্দা ওঠার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে খেলতে না চাওয়ায় ভেন্যু নিয়ে অনিশ্চয়তার কারণে টুর্নামেন্টের সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে গতকাল ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শেষ পর্যন্ত পাকিস্তানে যাচ্ছে না ভারত। তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপক্ষে ভেন্যুতে। ভারতীয় ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির আলোচনায় এই সমাধান এসেছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৭ সালের চক্রে পাকিস্তানে আয়োজিত কোনো টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে, তেমনি ভারতে আয়োজিত টুর্নামেন্টে পাকিস্তানের সব ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। ফলে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি, একই বছর ভারতে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পুরুষদের টি-২০ বিশ্বকাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই চুক্তি।
এমনকি, ২০২৮ সালে নারীদের টি-২০ বিশ্বকাপের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে এটি। পরবর্তী চক্রের প্রথম এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে। প্রতিটি ক্ষেত্রে টুর্নামেন্টের আয়োজক বোর্ড নিরপেক্ষ ভেন্যুর নাম প্রস্তাব করবে। আইসিসির অনুমোদনের সাপেক্ষে তা চূড়ান্ত করা হবে।