পাকিস্তানের দুই স্পিনার সজিদ খান ও নোমান আলী ধসিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। মুলতান টেস্টে এক দিনে গতকাল ১৯ উইকেটের পতন হয়েছে। দুইটি রান আউট হয়েছে এবং বাকি ১৭ উইকেট নিয়েছেন স্পিনাররা। স্পিনারদের আধিপত্যের মুলতান টেস্টে দ্বিতীয় দিন শেষে পাকিস্তান এগিয়ে গেছে ২০২ রানে। প্রথম ইনিংসে পাকিস্তানের ২৩০ রানের জবাবে ১৩৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৯৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৯ রান করেছে স্বাগতিক পাকিস্তান। পাকিস্তানের মাটিতে টেস্টে এক দিনে সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ড গড়েছে মুলতান। ২০০৩ সালে মুলতানেই বাংলাদেশ-পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিন ১৮ উইকেটের পতন হয়েছিল। পাকিস্তানের তিন স্পিনার নোমান, সাজিদ ও আবরার আহমেদ নেন প্রতিপক্ষের ১০ উইকেট। নোমান ৫টি, সাজিদ ৪টি ও ১ উইকেট নেন আবরার।