উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে পিএসজি। মঙ্গলবার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলে জয় পেয়েছে পিএসজি। ম্যাচের চতুর্থ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ওসমান ডেম্বলে। এ জয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল পিএসজি। ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নিজেদের একমাত্র ফাইনাল খেলেছিল দলটি। সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে যায় পিএসজি।
প্রথম লেগে হেরে গেলেও সুযোগ অপেক্ষা করছে আর্সেনালের সামনে। দ্বিতীয় লেগে ২-০ বা তার বেশি ব্যবধানে জিতলেই ফাইনাল খেলতে পারবে গানাররা। এর আগে চ্যাম্পিয়নস লিগে একবার ফাইনাল খেলেছে আর্সেনাল। ২০০৬ সালের সেই ফাইনালে বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল তারা। আর্সেনাল কিংবা পিএসজির সামনে চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের নতুন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অপেক্ষা করছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ২০০তম ম্যাচ খেলল আর্সেনাল। এর আগে এ মাইলফলক স্পর্শ করেছে কেবল ছয়টি ক্লাব। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে এই মাইলফলক স্পর্শ করেছে ম্যানইউ। মাইলফলক স্পর্শ করার ঘটনাটা জয়ে রঙিন করতে পারল না আর্সেনাল। তবে পরের লেগে এই ব্যর্থতা ভুলে যাওয়ার সুযোগ আছে গানারদের সামনে। দলটির কোচ আরতেতা বলছেন, ‘আমাদের প্যারিসে যেতে হবে ম্যাচটা জয় করার জন্য। আর আমরা তা করার জন্য উপযুক্ত দল।’ তবে প্যারিসও ছেড়ে দিবে না। দলটির কোচ লুইস এনরিকে বলছেন, ‘আমরা প্রথম লক্ষ্যটা পূরণ করেছি। তবে ঘরের মাঠে দ্বিতীয় লেগে জয় পেতে চাই আমরা।’ তিনি আরও বলেন, ‘এখনো আমাদের হাতে কিছু আসেনি। ঘরের মাঠে আমাদের জিততেই হবে। কারণ আর্সেনালের হারানোর কিছু নেই।’ তারা আরও ভয়ংকর রূপে খেলবে পরের লেগে।