টি-২০ বিশ্বকাপে চট্টগ্রামে আজ হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সেমিফাইনাল খেলতে ম্যাচটি দুই দলের কাছে সমান গুরুত্বপূর্ণ। 'এ' গ্রুপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যায়। পরে দুই ম্যাচে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডের বিপক্ষে জয়লাভ করে। অন্যদিকে ইংল্যান্ড প্রথম ম্যাচে ডার্ক লুইস পদ্ধতিতে হার মানে নিউজিল্যান্ডের কাছে। কিন্তু পরের ম্যাচে হেইলসের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘায়েল করে টপ ফেবারিট শ্রীলঙ্কাকে। 'এ' গ্রুপের লড়াইটা দারুণ জমে উঠেছে। নেদারল্যান্ড টানা দুই ম্যাচ হারলেও বাকিরা হেরেছে একটি করে। গ্রুপে আজই দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচ। জিতলেও তাদের সেমিফাইনাল নিশ্চিত হবে না কেননা ইংল্যান্ড যদি আজ জিতে ও পরের ম্যাচে নেদারল্যান্ডকে হারাতে পারে তাহলে তারাও তিনটি জয় নিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে। তারপর আবার নিউজিল্যান্ড যদি আজ নেদারল্যান্ড ও পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারে তারাও তিন জয় পাবে। একই অবস্থা শ্রীলঙ্কারও। শেষ ম্যাচে তারা নিউজিল্যান্ডকে হারালে তিন জয় পাবে। এ অবস্থায় গ্রুপ 'এ' থেকে কোন দুটি দল শেষ চারে খেলবে তখন তা নির্ধারণ করতে নিট রান রেটের প্রয়োজন পড়বে। অর্থাৎ এই গ্রুপ থেকে কে যে সেমিফাইনাল খেলবে তা গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত ঝুলে থাকবে।