ম্যান অব দ্য ম্যাচ একেই বলে। ক্রিস গেইল ৫৩ রান করার পর ক্যারিবীয়দের জয়টা তারই দান বলে মনে হতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ কেমন ফলাফল করবে, এর একটা ধারণা বাকযুদ্ধেই বোঝা গিয়েছিল। অসিদের কটাক্ষের বিপরীতে ক্যারিবীয়রা একটা চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিল। বলতে গেলে গতকাল বলেকয়েই অসিদের হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের জয়ের নায়ক কে? অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৭৮ রান করার পর বোলারদের মধ্য থেকে ম্যাচসেরার পুরস্কার পাওয়া ছিল প্রায় অসম্ভব। ক্যারিবীয়দের জয়ের নায়ক কেবল ব্যাটসম্যানদের মধ্য থেকেই হওয়া সম্ভব ছিল। কিন্তু কে হবেন? ৩৫ বলে ৫৩ রানের ঝলমলে ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের ভিত গড়ে দেওয়া ক্রিস গেইল হবেন ম্যাচসেরা? নাকি অন্য কেউ? প্রশ্নটা সামনে দাঁড় করিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। ক্যারিবীয় অধিনায়ক যখন উইকেটে আসেন, ২১ বলে ৪৯ রান প্রয়োজন ছিল জয়ের জন্য। এর পরই ঝড় তুললেন স্যামি। মাত্র ১৩ বলে ৩ ছক্কা এবং ২ চারে ৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে উপহার দেন অবিশ্বাস্য এক জয়। গেইলের ৫৩ রান চাপা পড়ে যায় স্যামির ৩৪ রানের নিচে। ম্যাচসেরার
পুরস্কার পান স্যামিই।