পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে নিঃসন্দেহে ভালো দল বাংলাদেশ! তাই কী? ভারতের বিরুদ্ধে পাকিস্তান করেছিল ১২৯ রান, ওয়েস্ট ইন্ডিজ ১৩০ আর বাংলাদেশ কাল করেছে ১৩৮। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে পার্থক্য একটা জায়গায়ই, হঠাৎ এক ম্যাচে ওদের ব্যাটিং বিপর্যয় হয়েছে। আর বাংলাদেশের বিপর্যয় এখন ধারাবাহিকতায় রূপ নিয়েছে। টানা দুই ম্যাচে পরাজয়ে সুপার টেনের আর কোনো আশাই নেই বাংলাদেশের সামনে। অবশ্য যে দলটি হংকংয়ের মতো ‘ক্রিকেট শিশু’র কাছেও হারতে পারে তাদের ওপর ভরসা করাও বোকামি। না ব্যাটিং, না বোলিং, না ফিল্ডিং- কোনো সাইডেই ভালো করতে পারছে না টাইগাররা। তবে দলের এ কঠিন পরিস্থিতিতেও নেতৃত্ব উপভোগ করছেন অধিনায়ক মুশফিকুর রহিম। কাল ভারতের কাছে অসহায় আত্মসমর্পণের পর মুশফিক বলেন, ‘দলের এ কঠিন পরিস্থিতিতে পাশে থাকতে চাই। সুদিনে আমাকে না রাখলেও সমস্যা নেই। নেতৃত্ব আমি সবসময়ই উপভোগ করি।’ দলের ব্যাটিং বিপর্যয় সম্পর্কে টাইগার দলপতি বলেন, ‘অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আমাদের টপ অর্ডার ভালো করতে পারছে না। বড় স্কোর করতে হলে অবশ্যই ওপরের সারির ব্যাটসম্যানদের ভালো করতে হবে।’ দলে পরিবর্তন আনা প্রসঙ্গে মুশফিক বলেন, ‘ম্যানেজমেন্ট যদি দলের ভালোর জন্য সবাইকে বাদ নিয়ে নতুন করে দল করেও আমার কিছু করার নেই।’
টপ অর্ডারের ব্যাটসম্যানরা নিয়মিত ব্যর্থ। তাই সামনের ম্যাচে হয়তো ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। চার নম্বর থেকে তিনে উঠে আসতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। চারে দেখা যেতে পারে মুশফিককে। কাল ম্যাচ শেষে এমন ইঙ্গিতই দিলেন টাইগার দলপতি।
এদিকে টানা তিন ম্যাচে জিতে সবার আগে সেমিফাইনালে চলে গেল ভারত। কাল ম্যাচসেরা হয়েছেন স্পিনার রবিচন্দন অশ্বিন। মাত্র ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। অশ্বিন বলেন, ‘প্রথম দুই ম্যাচে ম্যাচসেরা হয়েছে মিশ্র। আর এ ম্যাচে আমি। দারুণ স্পিন হচ্ছে। ভালোই লাগছে।’
শিরোনাম
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
- সারাদেশে তরুণদের নিয়ে সরকারের আইডিয়া প্রতিযোগিতা শুরু
- কুমিল্লার বরুড়ায় পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু
- বাগেরহাটে সরকারি স্কুলের সামনে ময়লা ফেলা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
- দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ
- ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার আগে ক্যাডার পরিবর্তনের সুযোগ
- ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে দুই ফরাসি নাগরিক অভিযুক্ত
- মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- সব ধরনের সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা রাশিয়ার
- উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত, আহত ৩
- পরিবেশ উপদেষ্টার সঙ্গে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : আমীর খসরু
- নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বগুড়া প্রেসক্লাবের
কোনো কিছুতেই কাজ হচ্ছে না
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর