পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে নিঃসন্দেহে ভালো দল বাংলাদেশ! তাই কী? ভারতের বিরুদ্ধে পাকিস্তান করেছিল ১২৯ রান, ওয়েস্ট ইন্ডিজ ১৩০ আর বাংলাদেশ কাল করেছে ১৩৮। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে পার্থক্য একটা জায়গায়ই, হঠাৎ এক ম্যাচে ওদের ব্যাটিং বিপর্যয় হয়েছে। আর বাংলাদেশের বিপর্যয় এখন ধারাবাহিকতায় রূপ নিয়েছে। টানা দুই ম্যাচে পরাজয়ে সুপার টেনের আর কোনো আশাই নেই বাংলাদেশের সামনে। অবশ্য যে দলটি হংকংয়ের মতো ‘ক্রিকেট শিশু’র কাছেও হারতে পারে তাদের ওপর ভরসা করাও বোকামি। না ব্যাটিং, না বোলিং, না ফিল্ডিং- কোনো সাইডেই ভালো করতে পারছে না টাইগাররা। তবে দলের এ কঠিন পরিস্থিতিতেও নেতৃত্ব উপভোগ করছেন অধিনায়ক মুশফিকুর রহিম। কাল ভারতের কাছে অসহায় আত্মসমর্পণের পর মুশফিক বলেন, ‘দলের এ কঠিন পরিস্থিতিতে পাশে থাকতে চাই। সুদিনে আমাকে না রাখলেও সমস্যা নেই। নেতৃত্ব আমি সবসময়ই উপভোগ করি।’ দলের ব্যাটিং বিপর্যয় সম্পর্কে টাইগার দলপতি বলেন, ‘অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আমাদের টপ অর্ডার ভালো করতে পারছে না। বড় স্কোর করতে হলে অবশ্যই ওপরের সারির ব্যাটসম্যানদের ভালো করতে হবে।’ দলে পরিবর্তন আনা প্রসঙ্গে মুশফিক বলেন, ‘ম্যানেজমেন্ট যদি দলের ভালোর জন্য সবাইকে বাদ নিয়ে নতুন করে দল করেও আমার কিছু করার নেই।’
টপ অর্ডারের ব্যাটসম্যানরা নিয়মিত ব্যর্থ। তাই সামনের ম্যাচে হয়তো ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। চার নম্বর থেকে তিনে উঠে আসতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। চারে দেখা যেতে পারে মুশফিককে। কাল ম্যাচ শেষে এমন ইঙ্গিতই দিলেন টাইগার দলপতি।
এদিকে টানা তিন ম্যাচে জিতে সবার আগে সেমিফাইনালে চলে গেল ভারত। কাল ম্যাচসেরা হয়েছেন স্পিনার রবিচন্দন অশ্বিন। মাত্র ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। অশ্বিন বলেন, ‘প্রথম দুই ম্যাচে ম্যাচসেরা হয়েছে মিশ্র। আর এ ম্যাচে আমি। দারুণ স্পিন হচ্ছে। ভালোই লাগছে।’
শিরোনাম
- পেকুয়ায় একদিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
- মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি
- ভাঙ্গায় ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
- জয়পুরহাটে নানা আয়োজনে মে দিবস পালন
- চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত
- মেহেরপুরে মে দিবসে শ্রমিক-মালিক ঐক্যের আহ্বান
- ঘর গোছালেই মিলবে বছরে কোটি টাকা
- বিয়ের গাউনে দৌড়ে ক্যান্সার রিসার্চের জন্য অর্থ সংগ্রহ
- আদালতের আদেশ অমান্য করায় বিপাকে অ্যাপল
- এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
- বহিষ্কৃতদের তালিকায় পিটুনিতে নিহত জাবি ছাত্রলীগ নেতাও
- পিরোজপুরে অবৈধ বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা
- মগড়া নদীর ওপর নতুন সেতু নির্মাণ, পরিবেশ নিয়ে উদ্বেগ
- প্রথমবারের মতো 'মেট গালায়' বলিউড কিং
- মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে : শ্রম উপদেষ্টা
- দুই ম্যাচে একই কাহিনী: রাতে রোনালদো, সকালে মেসির বিদায়
- অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির ঘোষণা সৌদির
- আইপিএল থেকে প্রথম দল হিসেবে বিদায় নিলো চেন্নাই
- ছুটির দিনে বায়ুদূষণের শীর্ষে ঢাকা
- ইউটিউবে ব্যান্ড বে অব বেঙ্গলের 'পুতুল’
কোনো কিছুতেই কাজ হচ্ছে না
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর