পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে নিঃসন্দেহে ভালো দল বাংলাদেশ! তাই কী? ভারতের বিরুদ্ধে পাকিস্তান করেছিল ১২৯ রান, ওয়েস্ট ইন্ডিজ ১৩০ আর বাংলাদেশ কাল করেছে ১৩৮। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে পার্থক্য একটা জায়গায়ই, হঠাৎ এক ম্যাচে ওদের ব্যাটিং বিপর্যয় হয়েছে। আর বাংলাদেশের বিপর্যয় এখন ধারাবাহিকতায় রূপ নিয়েছে। টানা দুই ম্যাচে পরাজয়ে সুপার টেনের আর কোনো আশাই নেই বাংলাদেশের সামনে। অবশ্য যে দলটি হংকংয়ের মতো ‘ক্রিকেট শিশু’র কাছেও হারতে পারে তাদের ওপর ভরসা করাও বোকামি। না ব্যাটিং, না বোলিং, না ফিল্ডিং- কোনো সাইডেই ভালো করতে পারছে না টাইগাররা। তবে দলের এ কঠিন পরিস্থিতিতেও নেতৃত্ব উপভোগ করছেন অধিনায়ক মুশফিকুর রহিম। কাল ভারতের কাছে অসহায় আত্মসমর্পণের পর মুশফিক বলেন, ‘দলের এ কঠিন পরিস্থিতিতে পাশে থাকতে চাই। সুদিনে আমাকে না রাখলেও সমস্যা নেই। নেতৃত্ব আমি সবসময়ই উপভোগ করি।’ দলের ব্যাটিং বিপর্যয় সম্পর্কে টাইগার দলপতি বলেন, ‘অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আমাদের টপ অর্ডার ভালো করতে পারছে না। বড় স্কোর করতে হলে অবশ্যই ওপরের সারির ব্যাটসম্যানদের ভালো করতে হবে।’ দলে পরিবর্তন আনা প্রসঙ্গে মুশফিক বলেন, ‘ম্যানেজমেন্ট যদি দলের ভালোর জন্য সবাইকে বাদ নিয়ে নতুন করে দল করেও আমার কিছু করার নেই।’
টপ অর্ডারের ব্যাটসম্যানরা নিয়মিত ব্যর্থ। তাই সামনের ম্যাচে হয়তো ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। চার নম্বর থেকে তিনে উঠে আসতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। চারে দেখা যেতে পারে মুশফিককে। কাল ম্যাচ শেষে এমন ইঙ্গিতই দিলেন টাইগার দলপতি।
এদিকে টানা তিন ম্যাচে জিতে সবার আগে সেমিফাইনালে চলে গেল ভারত। কাল ম্যাচসেরা হয়েছেন স্পিনার রবিচন্দন অশ্বিন। মাত্র ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। অশ্বিন বলেন, ‘প্রথম দুই ম্যাচে ম্যাচসেরা হয়েছে মিশ্র। আর এ ম্যাচে আমি। দারুণ স্পিন হচ্ছে। ভালোই লাগছে।’
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
কোনো কিছুতেই কাজ হচ্ছে না
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর