ম্যাচে স্লো ওভাররেট করার দায় এবার সাসপেন্ড হলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস এবং শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল।
দু’জনকেই একই অপরাধে এক ম্যাচ সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন আইসিসির ম্যাচ রেফারিরা।
এই সিদ্ধান্তের ফলে আজ শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডু প্লেসিস এবং আগামী ৩১ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের শেষ সুপার টেন ম্যাচে খেলতে পারবেন না শ্রীলঙ্কা অধিনায়ক দীনেশ চান্দিমাল।
এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভাররেটের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ম্যাচ ফি কাটা গিয়েছিল। অন্যদিকে, গতবছর ২১ নভেম্বর পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে স্লো ওভাররেটের জন্য একইভাবে ম্যাচ ফি কাটা গিয়েছিল শ্রীলঙ্কারও।
নিয়ম অনুযায়ী একই বছরের মধ্যে দু’বার একই অপরাধে এক ম্যাচ সাসপেনশন হয় অধিনায়কেরা। আইসিসি'র কোড অফ কন্ডাক্টের ২.৫.১ ধারা অনুযায়ী, মাইনর ওভার রেট করার দোষে ম্যাচ ফি কাটা যায় ক্রিকেটারদের এবং দলের অধিনায়কের ম্যাচ ফি কাটা হয় ঠিক এর দ্বিগুণ।