আইপিএল সেভেনে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক হিসেবে দেখা নাও যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএল ম্যাচ গড়াপেটায় তাঁর নাম জড়ানোয় বিরক্ত ও হতাশ ধোনি সিএসকে-র নেতৃত্ব ছাড়তে চেয়ে বৃহস্পতিবারই নারায়ণস্বামী শ্রীনিবাসনকে ফোন করেছিলেন বলে বিশ্বস্ত সুত্রে জানা গিয়েছে। যদিও সিএসকে এবং শ্রীনির তরফে এ খবর অস্বীকার করা হয়েছে।
আইপিএল স্পট-ফিক্সিং তদন্ত কান্ডে সুপ্রিম কোর্ট নিযুক্ত মুদগল কমিটিকে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে আদালতে দাবি করেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়শেনের সচিব আদিত্য বার্মার আইনজীবী হরিশ সালভে। শীর্ষ আদালত এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত না-জানালেও মিডিয়ায় এই খবর প্রকাশিত হওয়ায় প্রচণ্ড হতাশ ধোনি।
সে কারণে মিরপুরে বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচের আগে প্রথাগত সাংবাদিক বৈঠকে থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন ভারত অধিনায়ক। পাশাপাশি চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়তে চেয়ে শ্রীনিকে ফোন করেন বলে জানা গেছে।