অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত। ভারতের বিপক্ষে জিততে হলে ১৬০ রানের টার্গেটে খেলতে নেমে ১৬.২ ওভার শেষে সবকয়টি উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ফলে ৭৩ রানে জয় পায় ভারত।
টস হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে ভারত।
আজ সন্ধ্যায় মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে টস করার পর এ সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ভারত : রহিত শর্মা, এস কে রাইনা, যুবরাজ সিং, বিরাট কৌহলি, এম এস ধোনি, রবিন্দ্র অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অমিত মিশরা, বিনয় কুমার, রাহানে, মহিদ শারমা।
অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাঙওয়েল, জর্জ বেইলি (অধিনায়ক), ব্রাড হজ, ব্রাড হাডিন, মিচেল স্টার্ক, নাথান কোল্টার নিল, ব্রাড হগ, ডুগ বোলিঞ্জার।