কমেন্ট্রি বক্সের সামনের বেলকোনিতে দাঁড়িয়ে দুই পাকিস্তানি সাবেক তারকা ওয়াসিম আকরাম ও শোয়েব আকতার। একাডেমি মাঠে একাগ্রচিত্তে নেটে ব্যাটিং প্রাকটিসরত ক্রিস গেইল। ক্যারিবীয় ঝড়ের দিকে তাকিয়ে কথোপকথনে মশগুল দুই পাক তারকা।
আকরাম : দেখ, দেখ শোয়েব! গেইল যেন নড়তেই পারছে না, আবার কি বড় বড় ছক্কা হাঁকায়।
আকতার : গেইলের ক্যারিশমা তো এখানেই!
শোয়েব আকতারের কথা শেষ হতে না হতেই দুইজনে অট্টহাস্যে মেতে ওঠেন। দুই তারকার মধ্যে কাবাবের হাড্ডি হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে... এক সময় জিজ্ঞেস করেই ফেললাম, বাংলাদেশ বনাম পাকিস্তানের সম্ভাব্য ফল কি হতে পারে! দুজনেই অবাক দৃষ্টিতে তাকালেন! যেন মস্ত বড় অন্যায় হয়ে গেছে! তারপর ওয়াসিম আকরাম বললেন, রেজাল্ট! আবারও অট্টহাস্যে মাতলেন দুই তারকা। যা বোঝার বোঝা হয়ে গেল। শেষ পর্যন্ত আকরামের ইঙ্গিতই সত্যি হলো। পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে ৫০ রানের বিশাল ব্যবধানে হেরে গেল বাংলাদেশ।
টানা তিন ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বি তাই গড়তে পারলেন না টাইগাররা। তিন ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার এক নজির স্থাপন করলেন মুশফিকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৮, ভারতের বিরুদ্ধে ১৩৮, আর পাকিস্তানের বিরুদ্ধে ১৪০ রান। আর এই লজ্জাজনক হারের জন্য টপ অর্ডারের ব্যাটসম্যানদেরই দায়ী করলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, ‘শীর্ষ চার ব্যাটসম্যানের ওপর থাকে গুরু দায়িত্ব। তাদের মধ্যে অন্তত একজনকে অবশ্যই বড় ইনিংস খেলতে হয়। কিন্তু আমরা সেই কাজটি করতে পারছি না। তাই বড় স্কোর হচ্ছে না। টপ ফোরের ব্যর্থতার কারণেই আমরা বার বার লজ্জাজনকভাবে হেরে যাচ্ছি।’
টি-২০তে পাওয়ার প্লে-র প্রথম ছয় ওভার সব সময়ই মহাগুরুত্বপূর্ণ। কাল পাকিস্তান পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে করেছে ৫০ রান। আর বাংলাদেশ দুই উইকেটের বিনিময়ে করেছে মাত্র ৩৬ রান। পাওয়ার প্লেতেই প্রথম ধাক্কাটা খায় স্বাগতিকরা। তারপর শেষ দিকের ওভারে দ্রুতগতিতে রান তুলতে না পারার ব্যর্থতা তো রয়েছেই। মুশফিক বলেন, ‘আমাদের দলে ভালো হিটার নেই। তাই পাওয়ার প্লে কাজে লাগাতে পারছি না। তাছাড়া শেষের দিকের ওভারে কেন যেন আমাদের সেরা ব্যাটসম্যানরাও ভালো করতে পারছে না। আর নতুন ব্যাটসম্যান উইকেটে গেলে তো রান তোলা আরও অনেক কঠিন হয়ে যায়।’
টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে টানা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ওপেনার তামিম ইকবাল। তার জায়গায় কি অন্য কাউকে খেলানো যেতো না? এমন প্রশ্নে টাইগার দলপতি বলেন, ‘দলে আমরা তো অনেক পরিবর্তন এনেছি। অনেককে বাদ দিয়েছি। তারপরেও তো কিছু হলো না। আসলে ভালো না খেলতে পারলে পরিবর্তনেও কোনো সুফল আসে না। শুধু বাদ দেওয়াটা সমাধান নয়। তবে উপরের সারির ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে - এটাই হচ্ছে আসল কথা। তারপরেও টিম ম্যানেজমেন্ট যদি মনে করে, তামিম, সাকিব কিংবা মুশফিককে বাদ দিলে দল ভালো করবে তাহলে তারা বাদ দিতে পারেন!’
অনেক দিন থেকেই হারের বৃত্তে আটকে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপক্ষীয় সিরিজে টানা পরাজয়। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জা। সঙ্গে যোগ হয়েছে বিশ্বকাপের প্রথম পর্বে হংকং ট্রাজেডি। সব মিলে বাংলাদেশ যেন বড় ধরনের মানসিক চাপের মধ্যে পড়ে গেছে। তার খানিকটা প্রভাব সুপার টেনের খেলাতেও পড়েছে বলে মনে করেন মুশফিক। ‘খারাপ খেলতে খেলতে এমন অবস্থা হয়েছে যে, আমরা খেলাটা আর উপভোগ করতেই পারছি না। যে চিন্তা করে মাঠে নামছি সে অনুযায়ী কাজ করতে পারছি না। এটা ঠিক যে, আমরা টি-২০ ফরম্যাটে ভালো দল নই, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা তো করতে পারতাম! আসলে আমরা যতটা খারাপ করছি এর চেয়ে খারাপ আর হয় না।’
টাইগারদের হতাশার দিনে দারুণ উচ্ছ্বসিত ম্যাচসেরা খেলোয়াড় আহমেদ শেহজাদ। প্রথম ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করেছেন তিনি। আর অসাধারণ এই সেঞ্চুরিটা উৎসর্গ করেছেন সবাইকে। সংবাদ সম্মেলনে শেহজাদ বলেন, ‘যারা আমার সমালোচনা করেন, যারা পছন্দ করেন,পাকিস্তানের ক্রিকেটভক্ত কিংবা সারা বিশ্বের পাক ক্রিকেটপ্রেমীদের জন্য আমার উপহার এই সেঞ্চুরি।’
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
শুধু পরিবর্তনে সুফল আসে না
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর