ধীরলয়ের বোলিংয়ের শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চন্ডিমল। কর্তন করা হয়েছে তার ম্যাচ ফির ৫০ শতাংশ। এছাড়া নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচ। তাই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারছেন না চন্ডিমল। তার জায়গায় অধিনায়কত্ব করবেন ফাস্ট বোলার ল্যাসিথ মালিঙ্গা। অধিনায়ক হিসেবে মালিঙ্গার এটাই অভিষেক ম্যাচ। টি-২০ বিশ্বকাপের গ্রুপ-১ থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হতে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড দুই দলকেই জিততে হবে আজ। জয়ের বিকল্প নেই দুই দলের। তাই জয়ের জন্য মরিয়া হয়েই নামবে দ্বীপরাস্ট্র ও ব্ল্যাক ক্যাপসরা। চূড়ান্ত পর্বে দুই দল এখন পর্যন্ত খেলেছে তিন ম্যাচ। তাতে দুই দলেরই জয় দুটি করে। দক্ষিণ আফ্রিকা তিন জয়ে গত পরশু নিশ্চিত করেছে সেমিফাইনাল। এখন গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেরা চারে জায়গা নিতে নামছে দ্বীপরাস্ট্র ও ব্ল্যাক ক্যাপসরা। দুই দল এখন পর্যন্ত পরস্পরের মুখোমুখি হয়েছে ১২ বার। ৫ বার করে জিতেছে উভয়েই। টাই হয়েছে এক ম্যাচ। তাও আবার গত আসরে। দুই দল ১৭৪ রান করে করেছিল আসরে। পরে এক ওভারে নির্ধারিত ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। এছাড়া একটি খেলা হয়নি। চূড়ান্ত পর্বে দ্বীপরাস্ট্র শুরু করেছিল ফেবারিট প্রোটিয়াসদের হারিয়ে। দ্বিতীয় ম্যাচে টি-২০ বিশ্বকাপের সর্বনিম্ন রানে (৩৯) গুটিয়ে দিয়েছিল নেদারল্যান্ডসকে। কিন্তু তৃতীয় ম্যাচে হেরে যায় ইংল্যান্ডের কাছে। বিপরীতে ব্ল্যাক ক্যাপসরা ডেল স্টেইনের বিধ্বংসী বোলিংয়ে হেরে যায় ২ রানে। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ডাকওয়ার্থ লুইস (ডিএল) মেথডে। তৃতীয় ম্যাচে হারায় ডাচদের। দুই জয়ে দুই দলের পয়েন্ট সমান। কিন্তু রানরেটে এগিয়ে শ্রীলঙ্কা। কিন্তু আজকের ম্যাচে রানরেট কোনো প্রভাবই ফেলবে না। আজ আরও একটি ম্যাচ রয়েছে গ্রুপের। দুই ম্যাচ হেরে আসর থেকে ছিটকে পড়া ইংল্যান্ড খেলবে আরেক ইউরোপীয় প্রতিনিধি নেদারল্যান্ডসের বিপক্ষে। তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে ডাচরা। সুতরাং এই ম্যাচের ফেবারিট ইংল্যান্ড কোনো সন্দেহ নেই।
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও