ধীরলয়ের বোলিংয়ের শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চন্ডিমল। কর্তন করা হয়েছে তার ম্যাচ ফির ৫০ শতাংশ। এছাড়া নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচ। তাই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারছেন না চন্ডিমল। তার জায়গায় অধিনায়কত্ব করবেন ফাস্ট বোলার ল্যাসিথ মালিঙ্গা। অধিনায়ক হিসেবে মালিঙ্গার এটাই অভিষেক ম্যাচ। টি-২০ বিশ্বকাপের গ্রুপ-১ থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হতে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড দুই দলকেই জিততে হবে আজ। জয়ের বিকল্প নেই দুই দলের। তাই জয়ের জন্য মরিয়া হয়েই নামবে দ্বীপরাস্ট্র ও ব্ল্যাক ক্যাপসরা। চূড়ান্ত পর্বে দুই দল এখন পর্যন্ত খেলেছে তিন ম্যাচ। তাতে দুই দলেরই জয় দুটি করে। দক্ষিণ আফ্রিকা তিন জয়ে গত পরশু নিশ্চিত করেছে সেমিফাইনাল। এখন গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেরা চারে জায়গা নিতে নামছে দ্বীপরাস্ট্র ও ব্ল্যাক ক্যাপসরা। দুই দল এখন পর্যন্ত পরস্পরের মুখোমুখি হয়েছে ১২ বার। ৫ বার করে জিতেছে উভয়েই। টাই হয়েছে এক ম্যাচ। তাও আবার গত আসরে। দুই দল ১৭৪ রান করে করেছিল আসরে। পরে এক ওভারে নির্ধারিত ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। এছাড়া একটি খেলা হয়নি। চূড়ান্ত পর্বে দ্বীপরাস্ট্র শুরু করেছিল ফেবারিট প্রোটিয়াসদের হারিয়ে। দ্বিতীয় ম্যাচে টি-২০ বিশ্বকাপের সর্বনিম্ন রানে (৩৯) গুটিয়ে দিয়েছিল নেদারল্যান্ডসকে। কিন্তু তৃতীয় ম্যাচে হেরে যায় ইংল্যান্ডের কাছে। বিপরীতে ব্ল্যাক ক্যাপসরা ডেল স্টেইনের বিধ্বংসী বোলিংয়ে হেরে যায় ২ রানে। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ডাকওয়ার্থ লুইস (ডিএল) মেথডে। তৃতীয় ম্যাচে হারায় ডাচদের। দুই জয়ে দুই দলের পয়েন্ট সমান। কিন্তু রানরেটে এগিয়ে শ্রীলঙ্কা। কিন্তু আজকের ম্যাচে রানরেট কোনো প্রভাবই ফেলবে না। আজ আরও একটি ম্যাচ রয়েছে গ্রুপের। দুই ম্যাচ হেরে আসর থেকে ছিটকে পড়া ইংল্যান্ড খেলবে আরেক ইউরোপীয় প্রতিনিধি নেদারল্যান্ডসের বিপক্ষে। তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে ডাচরা। সুতরাং এই ম্যাচের ফেবারিট ইংল্যান্ড কোনো সন্দেহ নেই।
শিরোনাম
- গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন নাগরিক নিহত
- শুল্ক হ্রাসে আত্মতুষ্টি নয়, বাণিজ্য কৌশল বদল জরুরি
- একাত্তরে শ্রেণিমুক্তির মীমাংসা ঘটেনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ আগস্ট)
- ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিল : নবীউল্লাহ নবী
- আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী
- রাজধানীতে মুখোশ পরে এসে প্রকাশ্যে মাথায় গুলি
- পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস
- খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
- সাইমের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে এগিয়ে পাকিস্তান
- সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন
- ৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি
- সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- সন্তান ভিডিও আপলোড করলে জানতে পারবে মা-বাবা
- এআই প্রযুক্তির মাধ্যমে বয়স শনাক্ত করবে ইউটিউব
- ছাগল খেয়ে ফেলায় অজগরকে পিটিয়ে মারল গ্রামবাসী
- বর্ষায় সুস্থ থাকতে খেতে হবে যেসব প্রোটিনসমৃদ্ধ খাবার
- মুখের দুর্গন্ধ এড়াতে যা করবেন
- ডেঙ্গু-চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে