বিশাল এক জয়। শুধু জেতাই নয়, সেমিফাইনালের আশাও বাঁচিয়ে রাখলো ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। কাল স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৫০ রানে জিতেছে পাকিস্তান। অনায়সলব্ধ এই জয়ের নায়ক খুঁজে পেতে বাড়তি কোনো পরিশ্রম করতে হয়নি জুরিদের। ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন আহমেদ শেহজাদ। পাকিস্তান যে ১৯০ রান করেছে, তার অর্ধেকের বেশিই এসেছে শেহজাদের ব্যাট থেকে। ৬২ বলের ইনিংসটিতে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। এরমধ্যে ম্যাচের তৃতীয় ও মাশরাফির দ্বিতীয় ওভারে তিন চার ও এক ছক্কায় তুলে নেন ১৮ রান। টি-২০ ক্যারিয়ারের ২৫ নম্বর ম্যাচে কাল তিনি প্রথম সেঞ্চুরি করেন। এটা আবার টি-২০ ক্রিকেটে পাকিস্তানেরও প্রথম সেঞ্চুরি। শেহজাদের আগের সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৯৮, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। ক্যারিয়ারের তার হাফসেঞ্চুরি তিনটি। ৭০, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ৫৪, ক্রাইস্টচার্চে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। কাল শেহজাদ সেঞ্চুরি করেন মাত্র ৫৮ বলে। তাতে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। প্রথম ৫০ রান করেছিলেন ৩০ বলে। দ্বিতীয়টি করেন ২৮ বলে। পরের ১১ রান করেন মাত্র ৪ বলে। সব মিলিয়ে তার স্কোরিং শট ছিল ১৭৯.০৩।