পাঁচবারের প্রচেষ্টার পর বিশ্বজয়ের স্বাদ পেলো লাসিথ মালিঙ্গা-নুয়ান কুলাসেকারারা। রোববার টি-টোয়েন্টি ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হেসেখেলে তারা টপকে গেছে ভারতের দেয়া লক্ষ্য।
ভারতের দেয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ধীরেসুস্থে ব্যাট করে সহজেই পৌঁছে যায় জয়ের বন্দরে। এ জন্য তাদের হারাতে হয়েছে চারটি উইকেট আর খেলতে হয়েছে ১৭.৫ ওভার। ১৩ বল বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে নেয় লঙ্কানরা।