দ্বিপক্ষীয় সিরিজ, এশিয়া কাপ, অতঃপর টি-২০ বিশ্বকাপের শিরোপা। বাংলাদেশের মাটি যেন লঙ্কানদের জন্য উর্বর ভূমি। আশ্চার্য ধারাবাহিক এক দল শ্রীলঙ্কা। বাংলাদেশ যেন দুহাত ভরিয়ে দিয়েছে তাদের। ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকেও কি কম দিয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচে চার চারটি হাফ সেঞ্চুরি। এই বিশ্বকাপে কোহলির গড় রান ১০৬। টি-২০ ক্রিকেটে যা রীতিমতো ঈর্ষণীয়। টুর্নামেন্টে ৩১৯ রান করে কোহলিই সর্বোচ্চ রান সংগ্রাহক। সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। দুঃখ এটুকুই, ফর্মের তুঙ্গে থেকেও ভারতকে শিরোপা জেতাতে পারলেন না তিনি।
কাল রঙ্গনা হেরাথের বলে মিড উইকেটে বিরাট কোহলির সহজ ক্যাচ ফেলে দেন ল্যাসিথ মালিঙ্গা। তখন মনে হচ্ছিল শুধু একটি ক্যাচ নয়, লঙ্কান দলপতির হাত ফসকে যেন বেরিয়ে গেল টি-২০ বিশ্বকাপের শিরোপা। কেননা টুর্নামেন্টে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানকে ১১ রানে আটকাতে সহজ সুযোগ নষ্ট করার মাসুল যে কড়ায় গন্ডায় লঙ্কানদের বুঝিয়ে দিতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। সেই কোহলি-ই কিনা শেষ পর্যন্ত খেললেন ৭৭ রানের অপূর্ব এক ইনিংস। খেলেছেন ৫৮ বল। বাউন্ডারিও খুব বেশি হয়নি। ৪টি ছক্কার সঙ্গে ৫টি চার। তবে কাল ভারতীয় ইনিংসের যে দুরাবস্থা ছিল, তাতে কোহলিই ছিল অন্ধের যষ্ঠি। যদিও ম্যাচ শেষে কোহলির লড়াকু হাফ সেঞ্চুরিটি হয়ে থাকল পরিসংখ্যানের খেরো খাতায় বন্দি দুটি সংখ্যা মাত্র।
বিরাট কোহলি যে সিরিজ সেরা হবেন এটা অনুমেয়ই ছিল। কেননা দুর্দান্ত ব্যাটিং করে কোহলি নিজেকে নিয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। অন্য কোনো বোলার বা ব্যাটসম্যান তার ধারে কাছেও যেন নেই। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নেদারল্যান্ডের কুপার ৭ ম্যাচে করেছেন ২৩১ রান। তৃতীয় সর্বোচ্চ আরেক ডাচ্ ব্যাটসম্যান মাইবার্গ। তিনিও সাত ম্যাচে করেছেন ২২৪ রান। এরপর রোহিত শর্মার ২০০, প্রোটিয়া ব্যাটসম্যান জেপি ডুমিনির ১৮৭ এবং সাকিব আল হাসানের ১৮৬ রান। আর বোলিংয়েও ঈর্ষণীয় সাফল্য দেখাতে পারেনি কোনো বোলার। ৫ ম্যাচে ১২ উইকেট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। ১২ উইকেট পেয়েছেন নেদারল্যান্ডের আহসান মালিকও। এবারের বিশ্বকাপে ভয়ঙ্কর রূপে আবির্ভূত ক্যারিবীয় স্পিনার স্যামুয়েল বদ্রি নিয়েছেন ১১ উইকেট। তাই শেষ পর্যন্ত সিরিজ সেরার পুরস্কারটা জিতেই নিলেন কোহলি। তবে আফসোস কেবল অনেক কাছে থেকে শিরোপা জিততে পারলেন না। একে দুর্ভাগ্য বলেই মেনে নিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা শ্রীলঙ্কার দিকে তাকিয়েছে। তাই ওরা শিরোপা জিতেছে। ড্যারেন (ক্যারিবীয় অধিনায়ক) ঠিকই বলেছিল। তবে ওরা অসাধারণ খেলেছে। অভিনন্দন শ্রীলঙ্কাকে।’
শিরোনাম
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের
বিশ্বকাপ সেরা কোহলি
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর