দ্বিপক্ষীয় সিরিজ, এশিয়া কাপ, অতঃপর টি-২০ বিশ্বকাপের শিরোপা। বাংলাদেশের মাটি যেন লঙ্কানদের জন্য উর্বর ভূমি। আশ্চার্য ধারাবাহিক এক দল শ্রীলঙ্কা। বাংলাদেশ যেন দুহাত ভরিয়ে দিয়েছে তাদের। ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকেও কি কম দিয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচে চার চারটি হাফ সেঞ্চুরি। এই বিশ্বকাপে কোহলির গড় রান ১০৬। টি-২০ ক্রিকেটে যা রীতিমতো ঈর্ষণীয়। টুর্নামেন্টে ৩১৯ রান করে কোহলিই সর্বোচ্চ রান সংগ্রাহক। সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। দুঃখ এটুকুই, ফর্মের তুঙ্গে থেকেও ভারতকে শিরোপা জেতাতে পারলেন না তিনি।
কাল রঙ্গনা হেরাথের বলে মিড উইকেটে বিরাট কোহলির সহজ ক্যাচ ফেলে দেন ল্যাসিথ মালিঙ্গা। তখন মনে হচ্ছিল শুধু একটি ক্যাচ নয়, লঙ্কান দলপতির হাত ফসকে যেন বেরিয়ে গেল টি-২০ বিশ্বকাপের শিরোপা। কেননা টুর্নামেন্টে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানকে ১১ রানে আটকাতে সহজ সুযোগ নষ্ট করার মাসুল যে কড়ায় গন্ডায় লঙ্কানদের বুঝিয়ে দিতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। সেই কোহলি-ই কিনা শেষ পর্যন্ত খেললেন ৭৭ রানের অপূর্ব এক ইনিংস। খেলেছেন ৫৮ বল। বাউন্ডারিও খুব বেশি হয়নি। ৪টি ছক্কার সঙ্গে ৫টি চার। তবে কাল ভারতীয় ইনিংসের যে দুরাবস্থা ছিল, তাতে কোহলিই ছিল অন্ধের যষ্ঠি। যদিও ম্যাচ শেষে কোহলির লড়াকু হাফ সেঞ্চুরিটি হয়ে থাকল পরিসংখ্যানের খেরো খাতায় বন্দি দুটি সংখ্যা মাত্র।
বিরাট কোহলি যে সিরিজ সেরা হবেন এটা অনুমেয়ই ছিল। কেননা দুর্দান্ত ব্যাটিং করে কোহলি নিজেকে নিয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। অন্য কোনো বোলার বা ব্যাটসম্যান তার ধারে কাছেও যেন নেই। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নেদারল্যান্ডের কুপার ৭ ম্যাচে করেছেন ২৩১ রান। তৃতীয় সর্বোচ্চ আরেক ডাচ্ ব্যাটসম্যান মাইবার্গ। তিনিও সাত ম্যাচে করেছেন ২২৪ রান। এরপর রোহিত শর্মার ২০০, প্রোটিয়া ব্যাটসম্যান জেপি ডুমিনির ১৮৭ এবং সাকিব আল হাসানের ১৮৬ রান। আর বোলিংয়েও ঈর্ষণীয় সাফল্য দেখাতে পারেনি কোনো বোলার। ৫ ম্যাচে ১২ উইকেট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। ১২ উইকেট পেয়েছেন নেদারল্যান্ডের আহসান মালিকও। এবারের বিশ্বকাপে ভয়ঙ্কর রূপে আবির্ভূত ক্যারিবীয় স্পিনার স্যামুয়েল বদ্রি নিয়েছেন ১১ উইকেট। তাই শেষ পর্যন্ত সিরিজ সেরার পুরস্কারটা জিতেই নিলেন কোহলি। তবে আফসোস কেবল অনেক কাছে থেকে শিরোপা জিততে পারলেন না। একে দুর্ভাগ্য বলেই মেনে নিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা শ্রীলঙ্কার দিকে তাকিয়েছে। তাই ওরা শিরোপা জিতেছে। ড্যারেন (ক্যারিবীয় অধিনায়ক) ঠিকই বলেছিল। তবে ওরা অসাধারণ খেলেছে। অভিনন্দন শ্রীলঙ্কাকে।’
শিরোনাম
- পাল্টে যাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের ট্রেনের সময়সূচি
- কালিয়াকৈরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায় : গণশিক্ষা উপদেষ্টা
- শহীদদের স্মরণে দিনাজপুরে আইনজীবী ফোরামের আলোচনা সভা
- আন্দোলনের মুখে লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
- বগুড়ায় বাঙালি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ঐতিহাসিক কুতুব মসজিদের দানবাক্স ভেঙে টাকা লুট, থানায় অভিযোগ
- ‘ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে’— ট্রাম্পের মন্তব্যে আলোচনার ঝড়
- উদ্ভাবনের মাধ্যমে সমাজে পরিবর্তন আনুন : শাহাদাত
- তিস্তায় পানি কমলেও দুর্ভোগে ১০ হাজার পরিবার, স্থবির ৮ শিক্ষাপ্রতিষ্ঠান
- মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি
- ওসমানী বিমানবন্দরে চাকার বিস্ফোরণ, টেকনিশিয়ানের মৃত্যু
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজক নেপাল
- চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সৌরভ বহিষ্কার, ৪ জনকে নোটিশ
- ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ব্যর্থ মার্কিন সিনেট
- গোপালগঞ্জে ডিসি'স ইকোপার্ক ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা নিয়ে বিশেষ নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স সমাপ্ত
- কলকাতায় গ্রেফতার বাংলাদেশি মডেল শান্তা পাল
বিশ্বকাপ সেরা কোহলি
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর