দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি এবং 'দি বাওয়ানীয়ানস'র অষ্টম পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ৩০মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত পরশু স্কুল মাঠে শুরু সিঙ্-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও জাভেদ ওমর বেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফত, দি বাওয়ানীসের সহ-সভাপতি মীর নিজামউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লুৎফে সালিম ও সিনিয়র ফটো সাংবাদিক আব্দুল মুকিত রুবেল। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক মহিলা ক্রিকেটার সাজিয়া চৌধুরী ও শেখ মিলন।
টুর্নামেন্টে বিভিন্ন ব্যাচের ১২টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের ফাইনাল ১৬ মে।