অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগায় দুই দলেরই ম্যাচ রয়েছে আজ। যে কোনো এক দল যদি হেরে যায় অন্য দল যদি জিতে যায়, লা লিগার শিরোপা আজই নিশ্চিত হয়ে যেতে পারে! ১৭ মে বার্সা-অ্যাটলেটিকো ম্যাচটা ড্র হলেই হয়! আর দুই দলই যদি হেরে যায়, রিয়াল মাদ্রিদের সামনে আরও একবার শিরোপা জয়ের পথটা প্রশ্বস্ত হয়ে যাবে। সমান ৩৬ ম্যাচ খেলে অ্যাটলেটিকো মাদ্রিদ ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা এবং ৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আজ নিজেদের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হচ্ছে মালাগার। সেল্টা ভিগোর মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা খেলবে এলচের সঙ্গে।
বার্সেলোনার সময় ভালো যাচ্ছে না। গত পাঁচ ম্যাচে দুই জয়ের পরিবর্তে দুইবার পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, হাতে থাকা দুটো ম্যাচ জিতলে শিরোপা ঘরে তুলবে কাতালানরা। এমন অবস্থায় পেদ্রো বলেই দিয়েছেন, এবার আমরা শিরোপা জিততে ব্যর্থ হলে তা হবে ক্ষমাহীন। অ্যাটলেটিকো মাদ্রিদকে গত সপ্তায় হারিয়েছে লেভেন্তে (২-০)। রিয়াল মাদ্রিদকে গত সপ্তাহে রুখে দিয়েছে ভ্যালাদলিদ (১-১) এবং ভ্যালেন্সিয়া (২-২)। লেভেন্তে, ভ্যালাদলিদ এবং ভ্যালেন্সিয়ার সৌজন্যে আরও একবার শিরোপা জয়ের সুযোগ এসেছে কাতালানদের সামনে। এমনকি মেসি পর্যন্ত বলেছেন, 'এক সপ্তাহ আগেও আমরা যেমন কঠিন অবস্থায় ছিলাম তার চেয়ে অনেক ভালো অবস্থায় আছি এখন। আমাদের সুযোগ এসেছে লিগের শিরোপা জয়ের।' মেসি-পেদ্রোরা কি নিজেদের কথা রাখতে পারবেন!