পুরনো ছন্দে ফিরছেন মারিয়া শারাপোভা৷ ফের টেনিস কোর্টে ঝড় তুলছেন রুশ সুন্দরী৷ শনিবার সেই ছন্দ ধরে রেখেই আগনিজকা রাডওয়ানক্সাকে উড়িয়ে দিয়ে মাদ্রিদ ওপেনের মহিলা সিঙ্গলসের ফাইনালে পৌঁছলেন শারাপোভা। রুশ সুন্দরীর পক্ষে ম্যাচের ফল ৬-১, ৬-৪ ৷ যদিও দ্বিতীয় সেটে একটু বেগ পেয়েছিলেন শারাপোভা, তবে প্রথম সেটে দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে ৷ জিতেছেন ৬-১ ফলাফলে ৷ মহিলা সিঙ্গলসের ফাইনালে প্রতিভাবান সিমোনা হ্যালেপের বিরুদ্ধে খেলবেন শারাপোভা ৷
২০১৩ সালে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি শারাপোভা৷ কিন্তু ২০১৪ সালে ধীরে ধীরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি৷ ফাইনালে যিনি শারাপোভার মুখোমুখি হবেন সেই সিমোনা হালেফ বলেছেন, ‘আমি খুবই উত্তেজিত। বড় ফাইনাল খেলতে নামছি৷ খুবই শক্ত ম্যাচ খেলতে নামছি৷ মারিয়া একজন চ্যাম্পিয়ন৷ তিনি জানেন কীভাবে ফাইনালে খেলতে হবে৷ তবে আমিও তৈরি ফাইনালের জন্য৷’ অন্যদিকে শারাপোভাও মাদ্রিদ ওপেন শিরোপা ঘরে তোলার জন্য মরিয়া। - ওয়েবসাইট।