কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচকে হারিয়ে দেওয়ার পরে, সেমিফাইনালে রবার্তো বতিস্তাকেও উড়িয়ে দিলেন স্পেনের কিংবদন্তি তারকা রাফায়েল নাদাল। এক ঘণ্টা ৪৩ মিনিটের লড়াইয়ের পরে বতিস্তাকে ৬-৪, ৬-৩ সেটে উড়িয়ে দিয়েছেন।
প্রথম সেটে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন রাফা। যদিও ওই সেটটি জেতেন ৬-৪ ফলে। তুলনামূলক দ্বিতীয় সেটে কিছুটা কম বেগ পেয়েছেন লাল মাটির সম্রাট। আজ রবিবার ফাইনালে কেই নিশিকোইরির মুখোমুখি হবেন রাফা।
নাদাল জানিয়েছেন, 'কঠিন ম্যাচ জিততে পেরে ভাল লাগছে ৷ ফাইনালে আরও কঠিন লড়াই। ফাইনাল খেলার জন্য মানসিকভাবে নিজেকে তৈরি করছি। আশা করি চ্যাম্পিয়ন হতে পারব।'