মাদ্রিদ মাস্টার্স ওপেনের ফাইনালে উঠেছেন নাম্বার ওয়ান টেনিস তারকা রাফায়েল নাদাল। সেমিফাইনালে স্বদেশি রবার্তো বাউতিস্তা আগুতকে সরাসরি সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তিনি। ফাইনালে নাদাল মুখোমুখি হচ্ছেন উদীয়মান জাপানি খেলোয়াড় ও টুর্নামেন্টের ১০ম বাছাই কেই নিশিকোরির।
সেমিফাইনালে নাদাল রবার্তোকে ৬-৪, ৬-৩ সেটে হারান। এ জয়ের মধ্য দিয়ে নাদাল ফের তার পুরনো ফর্ম ফিরে পেয়েছেন বলে মনে হচ্ছে। তিনি এ পর্যন্ত তিন বার মাদ্রিদ মাস্টার্স শিরোপা জিতেছেন।
অপরদিকে টুর্নামেন্টের ১০ম বাছাই নিশিকোরি ৫ম বাছাই স্প্যানিশ ডেভিড ফেরেরকে হারিয়ে ফাইনালে উঠেন। ডেভিড ফেরেরের বিরুদ্ধ এক নাটকীয় জয় পান জাপানি এ তারকা খেলোয়াড়।
নিশিকোরি এ নিয়ে টানা ১৪ ম্যাচে জয় পেলেন। এর মধ্যে ক্লে কোর্টে তিনি টানা ১০ ম্যাচে জয় পেয়েছেন। আগামী সপ্তাহে নিশিকোরি ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ৯ম স্থানে চলে আসবেন। এর ফলে এটিপি র্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা পাওয়া প্রথম জাপানি হতে যাচ্ছেন তিনি। তাই নাদাল ও নিশিকোরির মধ্যকার ফাইনাল ম্যাচটি চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।