আজ রাতেই ইংলিশ প্রিমিয়ার লীগের চলতি মৌসুমের নাটকীয় সমাপ্তি ঘটতে যাচ্ছে। ম্যানচেস্টার সিটিকেই এবারের শিরোপা জয়ের ক্ষেত্রে সবচেয়ে ফ্যাভারিট মনে করা হচ্ছে। আজ নিজেদের মাঠে ওয়েস্ট হ্যামকে হারালে বা ম্যাচ ড্র করতে পারলেই শিরোপা জুটে যাবে ম্যানসিটির।
অপরদিকে শিরোপা জিততে হলে লিভারপুলকে অবশ্যই নিউক্যাসলের বিরুদ্ধে জয় পেতে হবে। শুধু তাই নয়, সেই সঙ্গে ওয়েস্ট হ্যামের কাছে ম্যানসিটির পরাজিত হওয়া লাগবে। তবেই কেবল ১৯৯০ সালের পর প্রথম প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের স্বাদ পাবে দলটি।
এদিকে পরিসংখ্যানের হিসাবে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে আজকের ম্যাচে এগিয়ে আছে ম্যানসিটি। চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি ২০১৪ সালে ইতোমধ্যে ২ বার হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। এছাড়া নিজেদের মাঠে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে গত ৫ ম্যাচেই জয় পেয়েছে তারা। আর লীগের সর্বশেষ ৭ ম্যাচের একটিতেও ম্যানসিটিকে হারাতে পারেনি হ্যামাররা। তাই শিরোপার লড়াইয়ে নাটকীয়তা ও রেকর্ডের বিচারে ম্যানসিটি যে এগিয়ে তাতে কোনো সন্দেহ নেই।