বিশ্বকাপ দোর গোড়ায়। তারকারা ফেবারিটদের নাম ঘোষণা করতে শুরু করেছিলেন অনেক আগেই। এবার ক্রিস্টিয়ানো রোনালদোও ফেবারিট দলের নাম ঘোষণা করলেন। তার মতে, এবারের বিশ্বকাপ জয়ের জন্য স্পেন এবং ব্রাজিলই সবচেয়ে ফেবারিট। স্পেনের নাম বলার কারণটা বুঝা যায়। স্প্যানিশ দলের অধিকাংশ তারকাই রোনালদোর সতীর্থ। ইকার ক্যাসিয়াস, সার্জিও রামোস এবং জাভি আলোনসোদের সঙ্গেই দিন কাটে রোনালদোর। ব্রাজিলের নামটাও বলেছেন কিছুটা আবেগের স্থান থেকেই। 'ব্রাজিল আমাদের জন্য বোনের মতোই। তারাও পর্তুগিজ ভাষায় কথা বলে। আমি আশা করি সেখানে দারুণ কিছু ঘটবে।' রোনালদোদের জন্য ব্রাজিল বিশ্বকাপে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। জি গ্রুপে জার্মানি ছাড়াও ঘানা ও মার্কিন যুক্তরাষ্ট্র পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে খেলতে নামবে। তবে তিনি কোনো কিছুই অসম্ভব বলে মনে করেন না। রিয়াল মাদ্রিদের সিআর সেভেন বলছেন, 'বিশ্বকাপের শক্তিশালী দল হচ্ছে স্পেন, ব্রাজিল, ফ্রান্স, ইতালি এবং আর্জেন্টিনা।