রেফারি অ্যাটকিনসন ম্যাচ শেষের বাঁশিতে ফুঁ দিতেই একদল ভক্ত ইত্তিহাদ স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠের সবুজ চত্বরে নেমে এলো বিশাল ব্যানার নিয়ে। সাদা জমিনের ওপর লেখা 'উই ডু ইট এগেইন'। মাঠে তখন আকাশি-নীলের সয়লাব। এ সয়লাব রুখবার সাধ্য ব্রিটিশ নিরাপত্তা কর্মীদের ছিল না। রুখতে চাইছেই বা কে! ম্যানসিটির চতুর্থ ইংলিশ লিগ জয়ের উদযাপনটা এমনই তো হওয়া উচিত! ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারানোর পর দুই পয়েন্টের ব্যবধান নিয়ে শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতে উঠল ইত্তিহাদ স্টেডিয়াম। দুই বছর আগে আলেঙ্ ফার্গুসনের দুর্দান্ত ম্যানইউকে গোল ব্যবধানে পেছনে ফেলে বহু বছর পর ইংলিশ লিগের শিরোপা জয় করেছিল ম্যানসিটি। এর পর অনেক ঘটনাই ঘটেছে ইত্তিহাদে। ম্যানসিটিকে ছাঁটাই করা হলো। কার্লোস তেভেজও অভিমান করে চলে গেলেন ইতালিতে। দায়িত্ব দেওয়া হলো চিলিয়ান কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনিকে। ক্লাবের পছন্দ যে যথার্থ ছিল, এর প্রমাণ পেল্লেগ্রিনি দিলেন তার প্রথম অভিযানেই। ইংলিশ লিগে চ্যাম্পিয়নের হারানো খেতাব উদ্ধার করলেন তিনি।
গতকাল ওয়েস্ট হ্যামের জালে সামির নাসরি ও ভিনসেন্ট কম্পানি দুই গোল দেওয়ার পরই উচ্ছ্বাস শুরু হয়ে যায় ইত্তিহাদ স্টেডিয়ামের গ্যালারিতে। শেষ পর্যন্ত ম্যাচটা ২-০ ব্যবধানেই জিতে ম্যানসিটি। সমীকরণের যে ধাঁধা ছিল, তার সমাধান হয়ে গেছে তখনই। মৌসুম শেষে ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট সংগ্রহ করে এককভাবে শীর্ষে থেকে ইংলিশ লিগে চতুর্থ শিরোপা ঘরে তুলল ম্যানসিটি। লিভারপুলের ২-১ গোলের জয়টা কেবল আফসোসই বাড়াল কোচ রজার্সের!
শেষ দিনে ইংলিশ লিগের হেভিওয়েট দল চেলসি ও আর্সেনালও জয় পেয়েছে। ব্লুজরা ২-১ গোলে হারিয়েছে কার্ডিফ সিটিকে। আর্সেনাল ২-০ গোলের জয় পেয়েছে নরউইচের বিপক্ষে। তবে মৌসুমের শেষ ম্যাচে সাউদ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলের ড্রতেই সন্তুষ্ট থাকতে হলো রায়ান গিগসের ম্যানইউকে। দুর্ভাগ্য ম্যানইউর। চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই, ইউরোপা লিগ খেলার সামর্থ্যও অর্জন করতে পারল না তারা!