চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের পর্দা নামল গকতাল। নানা নাটকীয়তা শেষে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। এদিন ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচটি ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যেত ম্যানসিটি। কিন্তু ঘরের মাঠে ওয়েস্ট হামকে ২-০ হারালো ম্যানুয়েল পেলেগ্রিনির এ দলটি। অথচ তিন সপ্তাহ আগেও সম্ভাব্য খেতাব জেতার তালিকায় সবার উপরে ছিল লিভারপুল।
গত সোমবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে অবিশ্বাস্যভাবে ম্যাচ ড্র করার পর রেড ডেভিলসদের লিগ জেতার স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায়। লিভারপুলের ম্যানেজার ব্রেন্ডন রজার্স অলৌকিক কিছু ঘটার অপেক্ষায় ছিলেন ৷ রবিবার অলৌকিক কিছুই ঘটল না। অ্যানফিল্ডে নিউ ক্যাসলকে হারাল ঠিকই লিভারপুল। ২-১ গোলে রেডরা জিতলেও ২৪ বছর পরও খেতাব জেতা হল না লিভারপুলের।
শিরোপার জন্য শুধু জয়ই যথেষ্ট ছিল না লিভারপুলের জন্য। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে যে হারতেও হতো ম্যানসিটির। আসলে ম্যানসিটির শিরোপা জেতা অাগেই নির্ধারিতি হয়ে গিয়েছিল। কারণ প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম পরিসংখ্যানের বিচারে তাদের চেয়ে অনেক পিছিয়ে।