মাদ্রিদ মাস্টার্সে শিরোপা জিতলেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। রুমানিয়ার সিমোনা হ্যালেপকে হারিয়ে তিনি এ শিরোপা জিতেলেন। তবে মাদ্রিদে এটাই শারাপোভার প্রথম শিরোপা। গত বছর ফাইনালে উঠলেও সেরেনা উইলিয়ামসের কাছে হেরে গিয়েছিলেন তিনি।
গতকালের ফাইনাল ম্যাচটি জিততে শারাপোভা ১ ঘণ্টা ৫৭ মিনিট সময় নেন। প্রথম সেট হেরে গেলেও শেষ পর্যন্ত ১-৬, ৬-২, ৬-৩ গেমে জেতেন রুশ এ তারকা।
চলতি বছর এটা শারাপোভার দ্বিতীয় শিরোপা। গত মাসের শেষদিকে পোরশে টেনিস গ্রাঁ প্রিঁতে হ্যাটট্রিক শিরোপা জিতেছিলেন শারাপোভা।