ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার এক স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৫ সমর্থকের মৃত্যু ঘটেছে। এতে আরো ২০ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। খবর বিবিসির
কিনশাসার একটি স্টেডিয়ামে স্থানীয় একটি ক্লাবের সঙ্গে সফরকারী অন্য একটি ক্লাবের খেলা চলছিল। সফরকারীদের কাছে স্থানীয় ক্লাবটি ১-০ গোলে হেরে যায়। এতে স্থানীয় সমর্থকরা ক্ষুব্ধ হয়ে উঠে। পুলিশ স্থানীয় সমর্থকদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে উল্টো তারা পুলিশকে হয়রানি করেন। এতে পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে স্টেডিয়ামের দর্শকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তখনই পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
	সেন্ট্রাল কিনশাসার স্থানীয় মন্ত্রী এমানুয়েল আকোয়েতি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় ফুটবল সমর্থকরা চার পুলিশ সদস্যকে হয়রানি করেন। তখন তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করলে পদদলন শুরু হয়। এতে ১৫ সমর্থকের মৃত্যু ঘটে।
	
	
	 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        