চেলসির লেফট ব্যাক ও ইংল্যান্ড জাতীয় দলের তারকা ফুটবলার অ্যাশলে কুল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। আগামী মাসে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের জন্য ইংল্যান্ড দলের স্কোয়াড থেকে বাদ পড়ার পরই তিনি এ সিদ্ধান্ত নিলেন। ৩৩ বছর বয়সী কুল এ পর্যন্ত তিনটি বিশ্বকাপ ফুটবলে খেলেছেন।
অবসর নেওয়ার পর অ্যাশলে কুল ট্যুইটারে লিখেন, আমি জাতীয় দলের কোচ রয় হজসনের কাছ থেকে অবসর গ্রহণের ডাক পেয়েছি। তার ডাকে সাড়া দিয়ে ইংল্যান্ড দল তরুণদের নিয়ে গড়া উচিত বলে সম্মত হয়েছি। দল থেকে অবসর নেওয়ার এখনই সেরা সময় বলে আমি মনে করি।
কুল ট্যুইটারে আরো লিখেন, ইংল্যান্ডের এখন একজন সেরা কোচ ও দল আছে। আমি তাদের সফলতাই কামনা করি। ব্রাজিল বিশ্বকাপে আমি তাদেরকে একজন প্রকৃত সমর্থকের মতো সমর্থন দিব। সবকিছুর জন্য প্রত্যেককে ধন্যবাদ।
	উল্লেখ্য, রয় হজসন আজ ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের ইংল্যান্ড দল ঘোষণা করবেন। এছাড়া ৭ স্ট্যান্ডবাই খেলোয়াড়ের নামও ঘোষণা করবেন।
	 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        