টেনিস তারকা দিনারা সাফিনা টেনিস কোর্ট থেকে বিদায় নিলেন। দীর্ঘদিন থেকে পিঠের চোটের কারণে তার এই সিদ্ধান্ত নেওয়া। রবিবার স্প্যানিশ রাজধানীর কোর্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিন বছর পর আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন।
সাফিনা বললেন, 'আমি যতটুকু সময় পেয়েছি, করেছি। আবারো কোর্টে ফিরে আসব বলার মতো মানুষ আমি নই। আমার পিঠের ব্যাথা আমাকে ভোগাচ্ছে। এটা খুবই বেশি। আর এসব কিছুই আমাকে আঘাত করছে। টেনিসকে খুব মিস করবো এটা বলব না, কিন্তু আমি আমার সমর্থকদের মিস করব।'
২০১১ সালের মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়ার পর আর কোর্টে নামেননি এই রাশিয়ান। তিনি ১২ বার ডব্লিউটিএ একক শিরোপা জিতেছেন। তিনবার গ্রান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন সাফিনা।