চা বিরতির পরপর যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা, ঠিক তার আগে ক্রিকেটারদের নির্দেশনা দিতে দেখা গেল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের কোচ খালেদ মাহমুদ সুজনকে। বড় টার্গেট ছুড়ে দিয়েও নিশ্চিত হতে পারছিলেন না দক্ষিণাঞ্চলের অভিজ্ঞ কোচ। দিব্য দৃষ্টিতে ম্যাচের পাল্লা পরিষ্কারভাবে কোনো দলের দিকে হেলে নেই দেখেই হয়তো শেষ সেসনে প্রতিপক্ষকে আরও বেশি চেপে ধরার জন্য বলেছিলেন শিষ্যদের। দিন শেষে বিসিবি উত্তরাঞ্চলের স্কোরবোর্ডে ৩ উইকেটে ২৫৪ রান কিন্তু তার অভিজ্ঞতাকেই এগিয়ে রাখল। বিসিএলের দ্বিতীয় আসরের শিরোপা জিততে যদিও বিসিবি উত্তরাঞ্চলের দরকার ৩১৯ রান। দক্ষিণাঞ্চলের প্রয়োজন ৭ উইকেট। এমন জটিল সমীকরণের ম্যাচটির বাকি যেহেতু ৯০ ওভার, তাই সত্যিকার অর্থে চালকের আসনে বসে নেই কোনো দলই।
আগের দিন ৩ উইকেটে ৪১০ রান তোলার পরই মনে হয়েছিল বড় স্কোর গড়বে দক্ষিণাঞ্চল এবং ছুড়ে দিবে বড় টার্গেট। কাল আগের দিনের সঙ্গে আরও ২৬.৩ ওভার ব্যাটিং করেছে দক্ষিণাঞ্চল। যোগ করেছে ১২৬ রান। কিন্তু ইনিংস ঘোষণা করতে পারেনি। অলআউট হয়েছে ৫৩৬ রানে। ১১১ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান মো. মিথুন সাজঘরে ফিরেন ১২৬ রানে। মিথুনের বিদায়ের পর বড় কোনো ইনিংস খেলতে পারেননি দক্ষিণাঞ্চলের অপরাপর ব্যাটসম্যানরা। অধিনায়ক আব্দুর রাজ্জাক রাজ ২৪ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেললে দক্ষিণাঞ্চলের ইনিংস শেষ হয় ৫৩৬ রানে। অবশ্য বাঁ হাতি ব্যাটসম্যান তাইবুর রহমান পারভেজ খেলেন ৩১ রানের ইনিংস। প্রথম ইনিংসে ৮৬ রানে ৮ উইকেট নেওয়া তাইজুল ইসলাম দক্ষিণাঞ্চলের দ্বিতীয় ইনিংসে নেন ১৫৬ রানে ২ উইকেট। সফল বোলার ছিলেন পেসার শুভাশীষ রায় ১২৮ রানে ৩ উইকেট নিয়ে।
৫৭৩ রানের পর্বতসমান স্কোর। এত বড় স্কোর তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নেই বললেই চলে। প্রায় ১০ বছর আগে একদিনে ৪০০'র উপর রান তাড়া করে ম্যাচ জিতেছিল ঢাকা মেট্রোপলিটন। ওই ম্যাচে ঢাকা মেট্রোপলিটনের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ। তাই তিনি ভালো করেই জানেন, ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব। পর্বতসমান স্কোরের বিপক্ষে খেলতে নেমে উত্তরাঞ্চল প্রথম উইকেট হারায় ৫৭ রানে। ৯৯ রানে হারায় জুনায়েদ সিদ্দিকীকে(৫১)। দলীয় ১২৬ রানে সাজঘরে ফিরেন নাঈম ইসলাম। তখন মনে হয়েছিল দক্ষিণাঞ্চলের ম্যাচ জেতা শুধু সময়ের ব্যাপার। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ফরহাদ হোসেন ও অধিনায়ক নাসির হোসেন উইকেটে থিঁতু হয়ে পড়েন। দুজনে স্কোরবোর্ডে যোগ করেন ১২৮ রান। ফরহাদ ব্যাট করছেন ৮৫ রানে। ১৫৪ বলের ইনিংসটিতে রয়েছে ৯টি চার। প্রথম ইনিংসে ৭০ রান করা নাসির ব্যাট করছেন ৬৭ রানে। ২১ মে বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে ফর্মে ফিরেছেন নাসির।
আজ পঞ্চম দিন এক দলের দরকার ৭ উইকেট, আরেক দলের প্রয়োজন ৩১৯ রান। এমন সমীকরণের ম্যাচটি উপভোগ্যই হবে নিশ্চিত।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        