বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন জার্মান কোচ জোয়াকিম লো। উদ্দেশ্য, সামনের দুইটা প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল বাছাই করা। দুই ধাপের বাছাই প্রক্রিয়ার আজ প্রথম দিন। কোচের সামনে পরীক্ষা দিতে নামবেন জার্মান ফুটবলাররা। হামবুর্গে আজ জার্মানির প্রতিপক্ষ পোল্যান্ড।
আক্রমণভাগে মারকো রেয়াস, থমাস মুলার এবং আন্দ্রে স্কার্লের নাম অনেকটা নিশ্চিতই ধরা যায়। মিরোস্লাভ ক্লোসা, লুকাস পোডোলস্কি এবং কেভিন ভলার্দের মধ্যেই হবে দলে টিকে থাকার লড়াই। মিডফিল্ডে আরও বেশি প্রতিযোগিতা হবে। মেসুট অজিল, সামি খেদিরাদের সঙ্গে লড়াই করতে হবে অনেককেই। তবে মারিও গোত্জে এবং লারস বেন্ডারের নাম আগে থেকেই চূড়ান্ত দলে ধরে নেওয়া যায়। সে যাই হোক, জার্মান কোচ দল বাছাই করার জন্য আজকের পোল্যান্ড ম্যাচ ছাড়াও পাচ্ছেন ১ জুনের ক্যামেরুন ম্যাচও। ২ জুনের আগে বিশ্বকাপের চূড়ান্ত দল অবশ্যই ঘোষণা করতে হবে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোকে।