নিলামে তোলা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৯৯.৯৪ গড় টেস্ট ব্যাটিংয়ের মালিক ব্র্যাডম্যান এ ব্যাটটি দিয়েই ১৯২৮ ইংল্যান্ডে বিপক্ষে ম্যাচে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন। আশা করা হচ্ছে, ১ লাখ ৩৬ হাজার ডলার দাম উঠতে পারে ব্যাটটির।
শিশুদের একটি হাসপাতাল প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহের জন্য একটি প্রতিযোগিতার পুরস্কার হিসেবে ১৯৩০ সালে সিডনি সান পত্রিকাকে দান করেছিলেন ব্র্যাড। আর যে ছেলেটি পুরস্কার হিসেবে ব্যাটটি পেয়েছিলেন তিনি ২০০৮ সালে ১ লাখ ৩৬ হাজার ডলারে ব্যাটটি বিক্রি করে দেন। তারপর ব্র্যাডম্যানের ব্যাট সংগ্রহকারী এই অস্ট্রেলিয়ান ব্যাটটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ন্যাশনাল স্পোর্টস গ্রাউন্ডে সাজিয়ে রেখেছিলেন। তবে এখন তিনি ব্যাটটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। মেলবোর্নে নিলামকারী ম্যাঙ্ উইলিয়ামসন মিডিয়াকে বলেন, 'এখনকার বাজার অনেক বেশি প্রতিযোগিতামূলক।'