বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ১১১ রানে হেরেছে ইংল্যান্ড। তবে এই ইংলিশরাই রেকর্ডবুকে স্থান করে নিল একটা বিশেষ স্থান। বিশ্বকাপের মঞ্চে গত ১০টা আসরে হ্যাটট্রিক হয়েছে ৭টা। এর মধ্যে লঙ্কান বোলার মালিঙ্গা একাই করেছেন ২টা। এছাড়াও হ্যাটট্রিক করেছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস, ভারতের চেতন শর্মা, পাকিস্তানের সাকলায়েন মুশতাক, অস্ট্রেলিয়ার ব্রেট লি এবং ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ। তবে এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে কেউ কখনো হ্যাটট্রিক করতে পারেনি। গতকাল স্টিভেন ফিন এই রেকর্ডটাই নিজের করে নিলেন। গতকাল অস্ট্রেলিয়া ইনিংসের শেষ তিন বলে তিনি হাডিন, ম্যাক্সওয়েল এবং জনসনের উইকেট শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন। বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র হ্যাটট্রিকম্যান ফিন।