জার্মান বুন্দেস লিগায় নিজেদের আধিপত্য বিস্তার বড়ায় রেখেছে বায়ার্ন মিউনিখ। আর সেই সুবাদে ঘরের মাঠ আলিয়ান্জ অ্যারিনায় হ্যামবার্গের বিপক্ষে গোল উৎসব করলো বাভারিয়ানরা। মধ্যম সারির দল হ্যামবার্গের বিপক্ষে পেপ গার্দিওয়ালার শিষ্যরা ৮-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে। খবর বিবিসির
থমাস মুলার, মারিও গোতজে ও আরিয়ান রোবেন প্রত্যেকেই ২টি করে গোল করেন। আর একটি করে গোল করেন রবার্ট ল্যানডোভস্কি ও ফ্রাঙ্ক রিবেরি।
বায়ার্ন এখন পর্যন্ত ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। আর উলফসবার্গ সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ