টানা ১০ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনা এবার লিগ ম্যাচে লেভান্তের বিপক্ষে খেলতে নামবে। শক্তির বিচারে প্রতিপক্ষের চেয়ে ঢের এগিয়ে থাকলেও বার্সেলোনা কোচ লুইস এনরিকে লেভান্তেকে মোটেও সহজভাবে নিচ্ছেন না।
কাম্প নউতে রবিবার রাত ১০টায় মুখোমুখি হবে লিগের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা ও তলানিতে থাকা লেভান্তে। এ ম্যাচটি বার্সেলোনার জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে লিগের তালিকায় বেড়ে যাওয়া ব্যবধান কমিয়ে আনার সুযোগ। আর অবনমনের চোখ রাঙানি কাটিয়ে ওঠার সুযোগ লেভান্তের।
লেভান্তে তলানিতে থাকার কারণেই বার্সেলোনা কোচ এনরিকের সমীহ পাচ্ছে। নিজেদের দল ছন্দে থাকলেও স্পেনের অন্যতম সফল দলটির কোচ বলেন, “আমরা দারুণ ছন্দে আছি, কিন্তু জটিল পরিস্থিতিতে থাকা কোনো দলকে আমি কখনোই বিশ্বাস করি না।”
ফ্লুর কারণে এ ম্যাচে মাঝমাঠের নির্ভরযোগ্য খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তাকে পাবে না বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেসকে ছাড়াই সেরা একাদশ সাজাতে হবে এনরিকে। তবে নিজেদের মাঠে সবশেষ নয় ম্যাচে গোল পাওয়া লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেস-এই তিনজনই থাকছেন বার্সেলোনার ফরোয়ার্ডে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৫/মাহবুব