লা লিগার ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে। অপেক্ষাকৃত দুর্বল দল দেপোরতিভো লা করুনাকে কার্লো আনচেলত্তির শিষ্যরা ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে।
প্রায় সাড়ে ৬৮ হাজার দর্শকের উপস্থিতিতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে খেলতে নামেন ইকার ক্যাসিয়াস, নাচো, ভারানে, মার্সেলো, টনি ক্রুস, ইসকো, গ্যারেথ বেল, করিম বেনজেমা আর ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই অতিথি হিসেবে খেলতে নামা দেপোরতিভোর গোলের সুযোগ এসেছিল। পরের মিনিটে আবারও অতিথিদের লিড নেওয়ার সুযোগ নষ্ট হয়। তবে, খেলার ২২ মিনিটে স্বাগতিকরাই প্রথম লিড নেয়। রিয়ালের হয়ে গোল করেন ইসকো।