ফ্যান জোন
ক্যানবেরার মানুকা ওভাল দেখতে অনেকটা শিল্পীর তুলিতে অাঁকা ছবির মতো। এ মাঠেই বুধবার আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন খেলবেন টাইগাররা এটা মাঠেই দেখা যাবে। তবে এরই মধ্যে মানুকা ওভালের প্রস্তুতি সম্পন্ন। গ্যালারির একটা কর্নার ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশি দর্শকদের জন্য। প্রায় চার হাজার আসনের এ কর্নারে তৈরি করা হয়েছে 'বাংলাদেশি ফ্যান জোন'। এই জোনের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চার হাজার বাঙালি
অস্ট্রেলিয়াজুড়েই বাংলাদেশি নাগরিকের অভাব নেই। ক্যানবেরাতে সংখ্যাটা তুলনামূলক একটু বেশিই। মানুকা ওভালের আশপাশে প্রায় চার হাজার বাংলাদেশির বসবাস। গতকাল প্রিয় দলের অনুশীলন দেখতে অনেক বাংলাদেশিই ভিড় জমিয়েছিলেন ক্যাম্পের পাশে। উৎসুক জনতার এ ভিড় দেখে অনেক অস্ট্রেলিয়ানও যোগ দিয়েছিলেন এই দলে।
ক্ষুব্ধ ভক্তরা
মানুকা ওভালের গ্যালারিতে বাংলাদেশি ফ্যান জোনের নির্ধারিত চার হাজার টিকিট সময় শেষ হওয়ার অনেক আগেই বিক্রি হয়ে গেছে। দেশ থেকে দূরে থাকলেও বাংলাদেশি ক্রিকেটভক্তরা নিজেদের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। তবে অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে দাওয়াত পায়নি সেখানকার ক্রিকেটভক্তরা। এই নিয়ে গতকাল ক্যানবেরায় নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এখানেও তর্ক
পাকিস্তান-ভারতের ম্যাচ অ্যাডিলেডে। অথচ ক্যানবেরাতেও দেখা গেল উত্তেজনা। কে জিতবে এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই চলছিল তর্ক-বিতর্ক। অনেকে আবার বাজিও ধরেছেন। ম্যাচ শেষে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা এতটাই বেড়ে গেল সে পর্যন্ত হাতাহাতি হওয়ার উপক্রম হয়েছিল।
পতাকা বিক্রি
১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। ক্যানবেরাতে সমানে বিক্রি হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। সোলায়মান নামে এক বাংলাদেশির কিছুদিন আগে চাকরি চলে গেছে। এখন অর্থ উপার্জনের জন্য কাগজের লাল-সবুজের পতাকা বিক্রি করছেন সমর্থকদের মধ্যে। চড়া দাম হলেও জাতীয় পতাকা কিনতে কেউ ভুল করছেন না।