আইভোরি কোস্টের তারকা ফুটবলার কোলো তোরে জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি আফ্রিকা কাপের শিরোপা ঘরে তোলার এক সপ্তাহ পরই তিনি এ ঘোষণা দিলেন।
লিভারপুলের এ সেন্টারব্যাক দেশের জার্সি গায়ে না খেললেও ক্লাবের হয়ে আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে চান বলে জানান। আগামী ৩৪ বছরে পা রাখতে যাওয়া এ তারকা ফুটবলার আফ্রিকা কাপে অসাধারণ খেলেছেন। তিনি জানান, গত ডিসেম্বরেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আফ্রিকা কাপ দেশে ফিরিয়ে এনে জাতীয় দলকে বিদায় জানাবেন। আফ্রিকা কাপের ফাইনালে পেনাল্টি শুটঅাউটে ৯-৮ গোলে ঘানাকে হারায় আইভোরি কোস্ট।
উল্লেখ্য, ২০০০ সালে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে তোরের। দীর্ঘ ১৫ বছরে তিনি দেশের জার্সি গায়ে খেলেছেন ১১৭ ম্যাচ। সাবেক ক্লাব আর্সেনালের হয়ে ২২৫টি, ম্যানচেস্টার সিটির হয়ে ৮২টি আর বর্তমান ক্লাব লিভারপুলের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন তোরে।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ