ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংকে রেকর্ড ১৬ কোটি রুপিতে কিনে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লি ডেয়ারডেভিলস। অাইপিএল'র অষ্টম আসরের জন্য আজ বেঙ্গালুরুতে মোট ৩৪৪ জন খেলোয়াড়ের নিলাম হচ্ছে। যুবরাজের বেস প্রাইজ ছিল ২ কোটি রুপি। একই বেস প্রাইজে থাকা ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিককে সাড়ে ১০ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুর, ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনকে ২ কোটি রুপিতে সানরাইজার্স হায়দারাবাদ দলে ভিড়িয়েছে। লক্ষণীয় বিষয় হলো, ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না হলেও সর্বোচ্চ দরে বিক্রি হলেন অলরাউন্ডার যুবরাজ। খবর ইন্ডিয়া টুডে'র
বেস প্রাইজ দেড় কোটি রুপিতে থাকা শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাড়ে সাত কোটি রুপিতে দিল্লি ডেয়ারডেভিলস আর ইংলিশ ক্রিকেটার ইয়ন মর্গানকে দেড় কোটি রুপিতে সানরাইজার্স হায়দারাবাদ কিনেছে। বেস প্রাইজ ১ কোটি রুপিতে থাকা অস্ট্রেলিয়ান অ্যারস ফিনচকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বেস প্রাইজ ১ কোটি রুপিতে খাকা ভারতীয় বোলার অমিত মিশ্রকে সাড়ে ৩ কোটি রুপিতে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। বেস প্রাইজ ৫০ লাখ রুপিতে থাকা ভারতীয় ক্রিকেটার মুরালি বিজয়কে তিন কোটি রুপিতে কিনেছে কিংস একাদশ পাঞ্জাব। আর একই বেস প্রাইজে থাকা কিউই অলরাউন্ডার কেইন উইলিয়ামসনকে ৬০ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দারাবাদ। তবে বেস প্রাইজ ২ কোটি রুপিতে থাকা প্রোটিয়াস শীর্ষসারির ব্যাটসমস্যান হাশিম আমলা এখনো অবিক্রিত আছেন।
এদিকে, বেস প্রাইজবিহীন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল হাসিকে দেড় কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস ও ভারতীয় এস বাদরিনাথকে ৩০ লাখ রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুর।
অপরদিকে, ২০১৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসরের জন্য টুর্নামেন্টের বিভিন্ন দল তাদের মোট ১২২ জন খেলোয়াড়কে ধরে রেখেছে অর্থাৎ তাদেরকে নতুন ধরে আর নিলামে তোলা হয়নি। এর মধ্যে ভারতীয় খেলোয়াড় রয়েছেন ৭৮ জন আর বিদেশি ৪৪ জন। বিদেশিদের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানও আছেন।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ