বাংলাদেশ যখন ব্রিসবেনে ক্যাম্প করছে, তখন শোনা গেল কোচ চন্ডিকা হাতুরাসিংহের সঙ্গে ঠাণ্ডা লড়াই চলছে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের। অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন সুজন। কাল ফের শোনা গেল ব্যাটিং অনুশীলনের সময় কোচের সঙ্গে হালকা বাহাস হয়েছে বাঁ হাতি ড্যাসিং ওপেনার তামিম ইকবালের। আসলে কি কথাকাটাকাটি হয়েছে দুজনের? আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ কাল। একে ঘিরে ১৬ কোটি মানুষের উত্তেজনার পারদ ক্রমেই ওপরে উঠছে। খাইবার পাসের দেশের বিপক্ষে নামার জন্য যখন প্রস্তুত পুরো দল, তখন এমন গুঞ্জন কতটা ভালো দলের জন্য? দলীয় সূত্র জানায়, অনুশীলনে একজন আরেকজনের সঙ্গে মজা করতেই এমনটি করেছেন। কালই প্রথম ক্যানবেরার মানুকা ওভালে অনুশীলন করল টাইগাররা। এখানেই খেলা মাশরাফি বাহিনীর। স্থানীয় সময় বেলা ২টায় অনুশীলন করেন টাইগাররা। অনুশীলনে তামিম বেশ সিরিয়াস ছিলেন। ফুটবল খেলার সময় দুষ্টুমি করেছেন সতীর্থদের সঙ্গে। অবশ্য ব্যাটিং করেন সবার শেষে। এ নিয়েই হয়তো কোচের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে তামিমের। তামিম যখন ব্যাট করতে আসেন, তখন ব্যাটিং অনুশীলন প্রায় শেষ। তার পরও কোচ তাকে অনুশীলন করান স্টিক দিয়ে বল ছুড়ে। অনুশীলনের কোনো একসময় হাতুরাসিংহের ইয়র্কারে বোল্ড হন। তখন হেসে ওঠেন হাতুরাসিংহে। হয়তো তামিমের ব্যক্তিত্বে আঘাত হেনেছিল কোচের হাসি! তাই পরের বলগুলোকে কাভার ড্রাইভ, পুল, হুক সবই করতে থাকেন। ভালো শটস খেলায় কোচও তাকে সাধুবাদ জানান। এরপর হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়েন তামিম এবং কিছু একটা বলেন। দূর থেকে পরিষ্কার বোঝা যায়নি কী বলেন তামিম। তবে শোনা যায়, তামিম বোল্ড হওয়ার পর নাকি বলেন, 'আমি চ্যালেঞ্জ দিলাম তোমাকে, যদি আমাকে আউট করতে পার, তাহলে আমি আজকে আর ব্যাটিং করব না।' গুরু-শিষ্যের এ ঝগড়া উপভোগ করেন দলের অন্য ক্রিকেটাররাও। তামিম জিম্বাবুয়ে সিরিজ শেষে আর কোনো ম্যাচ খেলেননি। খেলেননি বাঁ হাঁটুর মিনিসকাসে অস্ত্রোপচারের জন্য। আড়াই মাস পর ৯ ফেব্রুয়ারি ব্যাটিং করেন পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে খেলেন ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস। ওই ইনিংসটি তার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে বহুগুণ।