এফএ কাপের কোয়ার্টারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনালের মুখোমুখি হবে রুনি-দি মারিয়া-পার্সিরা। পঞ্চম রাউন্ডের ম্যাচে স্বাগতিক প্রেস্টন নর্থ ইন্ড’র বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেড ডেভিলসরা।
ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্য ব্যবধানেই শেষ হয়। বিরতি থেকে ফেরার দুই মিনিটের মাথায় ইংলিশ ডিফেন্ডার স্কট লায়ার্ডের গোলে লিড নেয় স্বাগতিক প্রেস্টন। সমতায় ফিরতে ম্যানচেস্টার ইউনাইটেডের খানিকটা অপেক্ষা করতে হয়। ৬৫ মিনিটে আন্দের হেরেরার গোলে প্রতীক্ষার অবসান ঘটে।
সমতায় ফেরার সাত মিনিট পরেই বেলজিয়ান মিডফিল্ডার মারুয়ান ফেলাইনির হেডে লিড নেয় রেড ডেভিলসরা। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে পেনাল্টি পেয়ে যায় ম্যানইউ। সেই সঙ্গে স্বাগতিকদের সমতায় ফেরার স্বপ্নটাও ভেস্তে যায়। স্পট কিক থেকে ওয়েইন রুনির গোলে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস ফন গালের শিষ্যরা।
উল্লেখ্য, মার্চের ৮ তারিখে আর্সেনাল ও ম্যানইউর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ