অপেক্ষার দিন শেষ। 'রহস্যময়' নামটিও মিলিয়ে গেল দূর আকাশে। এখন পাকিস্তান আর অজেয় নয়। ধরাছোঁয়ার বাইরের কোনো নাম নয়। পাকিস্তান এখন অতি পরিচিত এক নাম। যাদের বিপক্ষে একটি জয় পেতে দীর্ঘ ১৬ বছর অপেক্ষায় থাকতে হয়েছিল বাংলাদেশকে, শুক্রবার সেই অপেক্ষার মধুর সমাপ্তি হলো। ১৯৯৯ সালের পর ফের পাকিস্তানকে হারাল বাংলাদেশ। এই জয়ের সঙ্গে সঙ্গে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর সবগুলো দেশকে হারানোর মধুর স্বাদও নিল টাইগাররা। এখন আর কোনো টেস্ট খেলুড়ে দল অপরাজেয় নেই। সব দলকে হারিয়ে সার্কেল পূর্ণ করল বাংলাদেশ।
১৯৮৬ সাল থেকে পথ চলা বাংলাদেশের। অভিষেক ওয়ানডের প্রতিপক্ষ পাকিস্তান। প্রথম জয়ও পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সালের ৩১ মে। সেটা আবার টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর পাকিস্তান ছাড়া সবগুলো দেশের বিপক্ষে জয় ছিল এতদিন। শুধু ছিল না পাকিস্তানের বিপক্ষে। পরশু সেই আরাধ্য কাজটির মধুর সমাপ্তি টানল টাইগাররা।
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ প্রথম হারায় জিম্বাবুয়েকে। সেই জয় আবার প্রথম জয়ের ছয় বছর পর। বাংলাদেশের প্রথম জয় কেনিয়ার বিপক্ষে ১৯৯৮ সালে। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ভেস্তে যায় বৃষ্টিতে। তৃতীয়টি মাঠে গড়ায় সব শঙ্কাকে দূর করে। ৮ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারানোর তারিখটি ছিল ১০ মার্চ, ২০০৪। একই বছর ২৬ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারায় ১৫ রানে। ম্যাচটি ছিল আবার বাংলাদেশের শততম ওয়ানডে। জিম্বাবুয়ে ও ভারতকে হারানোর পর ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ২০০৫ সালের ১৮ জুন কার্ডিফে অস্ট্রেলিয়ার ২৪৯ রান টপকে গিয়েছিল টাইগাররা আশরাফুলের সেঞ্চুরিতে। জিতেছিল ৫ উইকেটে। শ্রীলঙ্কাকে হারায় ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি। বগুড়ার ওই ম্যাচে দ্বীপরাষ্ট্রের ২১২ রান টপকে ছিল ৪ উইকেট হাতে রেখে। দক্ষিণ আফ্রিকাকে যে একবার হারানোর স্বাদ নিয়েছে বাংলাদেশ, সেটা ২০০৭ সালের ৭ এপ্রিল। বিশ্বকাপের সুপার এইটে প্রোভিডেন্সে প্রোটিয়াসদের টাইগাররা হারিয়েছিল ৬৭ রানে। এক সময় নিউজিল্যান্ডের সঙ্গে কোনোভাবেই পেরে উঠত না বাংলাদেশ। এখন ব্ল্যাক ক্যাপসদের প্রবল প্রতিপক্ষ। কিউইদের প্রথম হারের স্বাদ দেয় ২০০৮ সালের ৯ অক্টোবর, ৭ উইকেটে। প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ২০০৯ সালে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে তাদের মাটিতে। ২৬ জুলাই রোসেউতে ক্যারিবীয়দের হারায় ৫২ রানে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলে ইংল্যান্ডকে হারিয়ে। ইংলিশদের বিপক্ষে টাইগারদের প্রথম জয় ১০ জুলাই, ২০১০ সালে ব্রিস্টলে হারিয়েছিল ৫ রানে।
পরশু ১৭ এপ্রিল সর্বশেষ টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পাকিস্তানকে হারায় ৭৯ রানে। পাকিস্তানকে হারানোর সঙ্গে সঙ্গে সবগুলো টেস্ট খেলুড়ে দেশকে হারানোর পূর্ণতা পেল বাংলাদেশ।