বর্তমানে ওয়ানডেতে ভারতের নেতৃত্বে আছেন রোহিত, টেস্টে শুভমান গিল এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব করছেন সূর্যকুমার যাদব। তবে তিন ফরম্যাটেই একজন অধিনায়ক থাকুক এমনটিই চাইছেন প্রধান কোচ গৌতম গম্ভীর।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিত শর্মা আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পরেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। তখন বিসিসিআইয়ের পক্ষ থেকে শুভমান গিলকে তিন ফরম্যাটেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। এর ফলে সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারাতে পারেন, যদিও আসন্ন এশিয়া কাপে তার ওপরেই আস্থা রাখছে দল পরিচালনা কমিটি।
টি-টোয়েন্টি দলে এখনো গিলের জায়গা পুরোপুরি নিশ্চিত নয়। তবে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচনায় থাকলে তাকে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হতে পারে। বোর্ডের এক কর্মকর্তার মতে, গম্ভীর একটি একক সংস্কৃতি তৈরি করতে চান, যেখানে তিন ফরম্যাটে একজন অধিনায়ক থাকবে।
টি-টোয়েন্টিতে বিশেষায়িত দল গঠন করতে চাইছেন গম্ভীর। যেখানে কিছু খেলোয়াড় শুধুমাত্র এই ফরম্যাটেই খেলবে। আবার কয়েকজন থাকবে যারা তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করতে পারবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আলাদা করে কোনো ‘ফিনিশার’ রাখতে চান না, বরং খেলোয়াড়ের দক্ষতা অনুযায়ী তাদের ভূমিকা নির্ধারিত হবে।
বিসিসিআইয়ের পক্ষ থেকেও গম্ভীরের এই পরিকল্পনাকে সমর্থন দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই রদবদল কতটা বাস্তবায়িত হয় এবং তার প্রভাব কতটা পড়ে ভারতের ভবিষ্যৎ পারফরম্যান্সে।
বিডি প্রতিদিন/কেএ