অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে তাসকিনের পর চমকে দিল মুস্তাফিজ। জাদেজাকে ফিরিয়ে দিয়ে তিনি এ মাইলফলকে পৌঁছালেন। সৌম্য সরকারের হাতে ধরা পরার আগে জাদেজা করেন ৩২ রান।
গত বছর ১৭ জুন ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২০১ রান।
বিডি-প্রতিদিন/ ১৮ জুন ১৫/ সালাহ উদ্দীন